Monday , 4 August 2025 | [bangla_date]

বড়পুকুরিয়া কয়লা খনির নতুন এমডি আবু তালেব ফরাজী

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি (কোল মাইনিং কোম্পানী লিমিটেড) (বিসিএমসিএল) এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেলেন মো. আবু তালেব ফরাজী।
তিনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (মধ্যপাড়া পাথর খনির) (এমজিএমসিএল) পিইপিএন্ডএম বিভাগে মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) পদে কর্মরত।
রোববার পেট্রোবাংলার মহা ব্যবস্থাপক (প্রশাসন) জাভেদ ইবনে শাহেদ সাক্ষরিত এক অফিস আদেশে তাকে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটিডের (বিসিএমসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এরআওতাধীন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড (এমজিএমসিএল)-এর পিইপিএন্ডএম বিভাগে কর্মরত মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) মোঃ আবু তালেব ফরাজী-কে কাজের স্বার্থে সংস্থার আওতাধীন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক পদের চলতি দায়িত্ব প্রদান করা হলো।
এক্ষেত্রে শর্তযুক্ত হবে যে, এ চলতি দায়িত্ব একটি সাময়িক ব্যবস্থা এবং তা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের পারষ্পরিক জ্যেষ্ঠতার ক্ষেত্রে কোন অন্তরায় হবে না এবং নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে কারো কোন অধিকার সৃষ্টি বা ক্ষুণ্ণ করবে না। এছাড়া, চলতি দায়িত্ব প্রদানের পর উক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে কোন কমকর্তা নিয়োগ/বদলি/পদোন্নতি/পদায়ন করা হলে মোঃ আবু তালেব ফরাজী তাঁর পূর্বতন পদ/মূলপদ অর্থাৎ মহাব্যবস্থাপক পদে ফিরে যাবেন। তদনুযায়ী, তিনি বিসিএমসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্বে যোগদান করবেন।
এদিকে একইদিনে পেট্রোবাংলার মহা ব্যবস্থাপক (প্রশাসন ) জাভেদ ইবনে শাহেদ সাক্ষরিত অপর এক অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর আওতাধীন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ সাইফুল ইসলাম সরকার-কে কাজের স্বার্থে পেট্রোবাংলায় বদলিপূর্বক ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে সংস্থার পরিচালক (অপারেশন এন্ড মাইন্স)-এঁর দপ্তরে সংযুক্ত করা হলো। তদনুযায়ী, তিনি পেট্রোবাংলার পরিচালক (অপারেশন এন্ড মাইন্স)-এঁর দপ্তরে যোগদান করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনায় আটক-৪

প্রধান উপদেষ্টার বিবৃতির পর হিলিতে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিরলে এক কারখানা মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বীরগঞ্জে নিখোঁজের ১৭ ঘণ্টা পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

পাবনায় প্রেমিকার পিতাকে হত্যা ঘটনার মূল অভিযুক্ত প্রেমিক দিনাজপুরে গ্রেফতার

তেঁতুলিয়া গরীবের কাউনের ভাত এখন আমীরের খাবার

দিনাজপুরে জাসদের প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর টাকার অভাবে ব্রেন টিউমার আক্রান্ত চিকিৎসা হচ্ছে না বাবলুর !

সেতাবগঞ্জ সড়কের বাসে অজ্ঞেনপার্টি ব্যবসায়ীদের মাঝে আতংক

সেতাবগঞ্জ সড়কের বাসে অজ্ঞেনপার্টি ব্যবসায়ীদের মাঝে আতংক

বোদায় জাতীয় যুব দিবস উদযাপন