Sunday , 17 August 2025 | [bangla_date]

হরিপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতার মৃত্যু : বিএনপির শোক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং হরিপুর মোসলেম উদ্দিন কলেজের সাবেক অধ‍্যক্ষ নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে নিজ উপজেলা ছাড়াও পুরো ঠাকুরগাঁও জেলা জুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। তিনি ছিলেন, অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি, রাজনীতিবীদ এবং শিক্ষাবিদ। মৃত্যূকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

আজ রবিবার (১৭ আগষ্ট) সকাল আনুমানিক ৮টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক ও বিএনপি মহাসচিবের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন।

এক শোকবার্তায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন বলেন মরহুম “নুরুল ইসলাম” অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি, রাজনীতিবীদ এবং শিক্ষাবিদ ছিলেন। নুরুল ইসলামের মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন মরহুম নুরুল ইসলাম। তিনি আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

মির্জা ফয়সাল আমিন শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আবু তাহেরসহ উপজেলার নেতৃবৃন্দ এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির, নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল সোমবার (১৮আগষ্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে খাওয়ানো হবে ৩ লাখ ৪৩ হাজার শিশুকে

পীরগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন

দিনাজপুরে অজ্ঞাত মৃত ব্যক্তির পরিবারের সন্ধানে পুলিশ

ঠাকুরগাঁওয়ে ৫ টি ডায়াগনস্টিক সেন্টার সিলগলা, আটক – ১

ঠাকুরগাঁওয়ে মুকুলে ছেয়ে গেছে আমের গাছ : ভাল ফলনের আশা কৃষকের

মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য -হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে গোরস্থানের ব্যবহিত রাস্তায় ঘরবাড়ি নির্মাণের বিরুদ্ধে গণসাক্ষর

বীরগঞ্জে ভোগনগর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মজিবুর সভাপতি ও হরিপদ সাধারণ সম্পাদক নির্বাচত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে সুধীজনদের সন্মানে ইফতার মাহাফিল অনুষ্ঠিত

ঘোড়াঘাটে আগাম জাতের ধানের কাটা মাড়াই শুরু