Sunday , 31 August 2025 | [bangla_date]

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের জন্য একাডেমিক কাউন্সেলিং এন্ড মোটিভেশন শীর্ষক সেমিনার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষের লেভেল-১ এর শিক্ষার্থীদের জন্য “একাডেমিক কাউন্সেলিং এন্ড মোটিভেশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা, বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, সংশ্লিষ্ট অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান এবং বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা বলেন, আমি স্মরণ করছি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ সন্তান যিনি নিজের জীবন উৎসর্গ করে বাংলাদেশকে নতুন ভাবে বিশ্বের সামনে পরিচয় করে দিয়েছেন এবং আমাদেরকে নতুন ভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র, সেই বীর সন্তান শহিদ মো. আবু সাঈদসহ শহিদ মুগ্ধ ও রাহুলকে। একই সঙ্গে সেই সময় গণআন্দোলনে শহিদ ছাত্র-জনতা, শিশু, যুবক, বৃদ্ধ যাঁরা জীবনের মায়া ত্যাগ করে আত্মাহুতি দিয়েছেন, আমি তাঁদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই আন্দোলনে যাঁরা আহত হয়েছিলেন, এখনও অনেকেই হাঁসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আমি তাঁদের আশু রোগমুক্তি কামনা করছি। তিনিবলেন, তোমরাঅত্যন্তভাগ্যবান, কেননা গত বছর তোমরাতদানীন্তন স্বৈরাচারীসরকারের পেটুয়া বাহিনীর অত্যাচার-নির্যাতন সহ্য করে নিজেদের বিবেকের তাড়নায় আন্দোলনের মাঠে ছিলে। তোমাদের ভাইয়েরা রাস্তায় শহিদ হওয়ায় তোমরা আর নিজেদের স্থির রাখতে পারোনি। তোমাদের কল্যাণেই আমরা স্বৈরাচারের রাহুগ্রাস থেকে মুক্ত পরিবেশ পেয়েছি। তাই বৈষম্যহীন সমাজ গঠনে শহিদদের আদর্শ ও চেতনায় নিজেদের গড়ে তুলবে। তিনি আরোও বলেন, এ ধরণের সেমিনার শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, একাডেমিক উৎকর্ষতা অর্জন এবং সুশৃঙ্খল শিক্ষাজীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সকল প্রকার কু-প্রবৃত্তি থেকে নিজেকে এবং সহপাঠীদের বিরত রাখবে। মাদক ও র‌্যাগ থেকেও নিজেদের বিরত রাখতে হবে। সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত রাখবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-সংস্কৃতি, সহ শিক্ষা কার্যক্রম ও ইতিবাচক মনোভাব গঠনের উপরও তিনি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে ২০২৪ শিক্ষাবর্ষের ৮টি অনুষদের লেভেল-১ এর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিরলে দলিত আদিবাসী জনগোষ্ঠির  ইস্যুতে মতবিনিময় সভা

বিরলে দলিত আদিবাসী জনগোষ্ঠির ইস্যুতে মতবিনিময় সভা

আটোয়ারীতে ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের জন্য উঞ্চ ভালোবাসা

আসন্ন বীরগঞ্জ পৌর নির্বাচনে কে হচ্ছে নৌকা মাঝি!

পীরগঞ্জে শিক্ষা বোর্ড কর্মকর্তাকে সংবর্ধনা

দিনাজপুরে জেলা প্রশাসক ৪টি উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করালেন

দিনাজপুরে বিএনপির ‘আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র্র কাঠামো মেরামতের রূপরেখা’ ব্যাখ্যা ও বিশ্লেষন শীর্ষক আলোচনা সভা

বালিয়াডাঙ্গীতে মিথ্যা চাঁদাবাজীর মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

বীজ আলুর দাম কম দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে বিএডিসির চুক্তিবদ্ধ চাষীদের মানববন্ধন

শিশু শ্রম নিরসন প্রকল্পে অটো মোবাইল প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও আয় বৃদ্ধিমুলক কার্যক্রমের জন্য টুলসবক্স বিতরণ

কেয়ার নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্স দিবস পালিত