Sunday , 24 August 2025 | [bangla_date]

“হাবিপ্রবিতে বর্ণিল আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত”

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি ”শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মাৎস্য বিজ্ঞান অনুষদের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা দেশীয় ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে এবং ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশ গ্রহণ করেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ও এর সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে মাৎস্য বিজ্ঞান অনুষদের জন্য নবনির্মিত ওয়েট ল্যাবের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর। এ সময় উপস্থিত ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এস.এম. কিবরিয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আব ুহাসান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর প্রফেসর ড. মো.শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক, তত্ত¡াবধায়ক প্রকৌশলীসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
ওয়েটল্যাব উদ্বোধনের সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.এনাম উল্যা বলেন, এই ল্যাবের মাধ্যমে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন। তত্ত¡ীয় জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অত্যন্ত জরুরী। এক্ষেত্রে এই ল্যাব গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন পালন করবে বলে আমি আশা প্রকাশ করছি। পরবর্তীতে ভাইস-চ্যান্সেলর হ্যাচারিসহ মাৎস্য বিজ্ঞান অনুষদের বিভিন্ন গবেষণা কার্যক্রম ঘুরে দেখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পৌরসভায় দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

‘হাতে গোনা’ পদ্মে হতাশা

রেস্তোঁরা মালিক সমিতির সংবর্ধনা প্রদানকালে স্বরূপ বকসী বাচ্চু শ্যামল কুমার ঘোষের ডেইরি আইকন সম্মাননা দিনাজপুরবাসীর অহংকার

বোচাগঞ্জে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

সিটি ব্যাংকের সহযোগিতায় ও টিএমএসএস’র আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ধান কাটার হ্যান্ড রিপার মেশিন ও ইলেকট্রিক স্প্রে মেশিন বিতরণ

রাণীশংকৈলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

হাবিপ্রবিতে বর্ণিল আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

বোদায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করলেন বিএনপি নেতা আজাদ

চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু’র ম্যুরাল ভাঙচুর প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

আমনখেতে পোকার আক্রমণ, কাজ হচ্ছে না কীটনাশকেও