Sunday , 31 August 2025 | [bangla_date]

হিলিতে এ্যম্পোল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে পুলিশ

হিলিতে এ্যম্পোল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ  ৪ জনকে আটক করেছে পুলিশ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৮০ পিস নেশাজাতীয় এ্যম্পোল ও ৩১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪জনকে আটক করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) ভোররাতে হিলির উত্তরবাসুদেবপুরের বালুরচড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, হিলির উত্তরবাসুদেবপুর এলাকার জহুরুল ইসলামের স্ত্রী শানু বেগম, তার ছেলে জীবন ইসলাম ও দেবর স্বপন মিয়া এবং মহিলা কলেজ এলাকার আব্দুল করিমের ছেলে আশিকুল ইসলাম।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, হিলির উত্তরবাসুদেবপুর গ্রামের বালুরচড় এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি বিশেষ দল শানু বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫৮০ পিস নেশাজাতীয় এ্যম্পোল ও ২৯০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় শানু বেগম,তার ছেলে জীবন ইসলাম ও দেবর স্বপন মিয়াকে আটক করা হয়।
অন্যদিকে পৃথক অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আশিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পুর্বক রোববার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও