Thursday , 28 August 2025 | [bangla_date]

হিলি বন্দরে বেড়েছে আমদানি-রপ্তানি, ফিরেছে কর্মচাঞ্চল্যতা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ ১২ আগস্ট থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরে বৃদ্ধি পেয়েছে ভারতের সাথে পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম। শূন্য কোঠায় থাকা বিগত দিনের চেয়ে কয়েকগুণ এই কার্যক্রম বেড়েছে বন্দরে। যার কারণে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্যতা।
হিলি কাস্টমস তথ্যমতে, ১ থেকে ১১ আগস্ট পর্যন্ত এই বন্দরে ২২৯ ট্রাকে ৬ হাজার ২৪৮ মেট্রিকটন পণ্য আমদানি হয়েছে। আবার ১২ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত এই বন্দরে ১৩১৩ ট্রাকে ৪৮ হাজার ৫৩৭ মেট্রিকটন পণ্য আমদানি হয়েছে। পাশাপাশি এবন্দরে দিয়ে ভারতে পণ্য রপ্তানিও বৃদ্ধি পেয়েছে। গত দুই মাসে ২ হাজার ৯১ মেট্রিকটন পণ্য রপ্তানি হয়েছে, যা থেকে রাজস্ব আদায় হয়েছে ১৮ কোটি টাকা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে হিলি বন্দর ঘুরে দেখা যায়, বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক আর দেশি ট্রাকে কোণায় কোণায় ভরে গেছে। কোলাহল বেড়েছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীদের। দুই দেশের ট্রাকে লোড-আনলোডে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। পাশাপাশি বন্দরের বাহিরেও ব্যস্ততা বেড়েছে বন্দর কেন্দ্রীক সকল কার্যক্রম। বিগত দিনে এই বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করতো ১০ থেকে ১৫টি। বর্তমান ১২ আগস্ট থেকে প্রতিদিন ১৩০ থেকে ১৫০টি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করছে।
হিলি বন্দরের রেজাওয়ান, জলিল, আশরাফসহ কয়েকজন শ্রমিক বলেন, দীর্ঘদিন যাবৎ আমাদের এই বন্দর একেবারে ফাঁকা ছিলো। সারাদিনে তেমন গাড়ি-ঘোড়া আসতো না, বসে বসে দিন কাটতো, সংসার চালাতে হিমশিম খাচ্ছিলাম। বর্তমান কয়েকদিন থেকে বন্দরে প্রচুর কাজ হচ্ছে। আমরা কাজ পাচ্ছি, পাশাপাশি সংসারও ভালভাবে চালাতে পারছি।
হিলি বন্দরের আমদানিকারক নুর-ইসলাম বলেন, বর্তমান আমরা আমদানিকারক এবং ব্যবসায়ীরা অনেক ভাল আছি। আমরা চাহিদা অনুযায়ী ভারত থেকে পণ্য আমদানি করতে পারছি। দেশে চালের দাম বৃদ্ধি পাওয়ায় বর্তমান আমি ভারত থেকে চাল আমদানি করছি।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রæপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, হিলি বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বৃদ্ধি পেয়েছে। বিগত দিনে এই বন্দরে আমদানি-রপ্তানি একেবারে শূন্য কোঠায় চলে গিয়েছিল। বর্তমান বন্দরে চালের আমদানি বেশি হচ্ছে। বন্দরে শ্রমিকরা কাজেকর্মে ব্যস্ত আছে, উপার্জনও তাদের ভাল হচ্ছে। আমদানি-রপ্তানির উপর নির্ভর করে আসছে হিলি বন্দরবাসীর সকল কার্যক্রম।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোঃ নিজাম উদ্দীন বলেন, হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। ১ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত এই বন্দর ২২৯ ভারতীয় ট্রাকে ৬ হাজার ২৪৮ মেট্রিকটন পণ্য আমদানি হয়েছে। আবার আমদানি বৃদ্ধি পেয়ে ১২ আগস্ট থেকে গতকাল ২৭ আগস্ট পর্যন্ত এই বন্দরে ১৩১৩ ভারতীয় ট্রাকে ৪৮ হাজার ৫৩৭ মেট্রিকটন পণ্য আমদানি হয়েছে। এসব পণ্যের মধ্যে অধিকাংশ কাঁচা পণ্য এবং নিত্যপ্রয়োজনীয়, তাই কাস্টমসের সকল কার্যক্রম দ্রæততার সাথে সম্পূর্ণ করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে রাজশাহী রংপুর বিভাগের তরুণী সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে ফ্রি সেচ সুবিধা, জ্বালানি সাশ্রয় ৮১ কোটি টাকা

বালিয়াডাঙ্গীতে আর্ন্তজাতীক নারী দিবস পালন

হরিপুরে প্রতিবন্ধী শিশু কেয়ামনি হুইল চেয়ার পেয়ে আনন্দিত

বোচাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আফছার আলীর দায়িত্বভার গ্রহন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুুরে ওয়ার্কার্স পার্টি’র সভা অনুষ্ঠিত

দেশে এই প্রথম “ম্যাংগো ফেস্টিভ্যাল” আর্থিক লেনদেন হবে ৪ হাজার কোটি টাকা

ওবায়দুল কাদের তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত

আহবায়কের পদে বহাল রাখার দাবিতে বোচাগঞ্জে যুবদল নেতা আসাদুল হক চৌধুরীর সাংবাদিক সম্মেলন

আফগানিস্তান থেকে ১৪ দেশের প্রত্যাহার সম্পন্ন