হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি। দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর চলতি মাসের ১২আগস্ট থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। চাল আমদানিতে শুল্ক ৬৩.৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করায় হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বৃদ্ধি পেয়েছে। এতে করে পাইকারী এবং খুচরা বাজারে কেজি প্রতি ২ থেকে ৪ টাকা কমেছে বিভিন্ন প্রকার চালের দাম।
প্রতিদিন ট্রাকে ট্রাকে আসছে চাল। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে স্বর্ণা, সম্পা কাটারি, রতœাসহ মিনিকেট জাতের চাল আমদানি করা হচ্ছে। দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর চলতি মাসের ১২ আগস্ট থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। এতে করে পাইকারী ও খুচরা বাজারে কমতে শুরু করেছে চালের দাম।
বর্তমানে পাইকারী বাজারে স্বম্পাকাটারী জাতের চাল কেজি প্রতি ২ টাকা কমে ৬৮ টাকা, স্বর্না জাতের চাল কেজি প্রতি ২ টাকা কমে ৫৪ টাকায় এবং আঠাস জাতের চাল কেজি প্রতি ৪ টাকা কমে ৫৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে উনত্রিশ জাতের চাল আগের ৫৪ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। দাম কামাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক নূর ইসলাম বলেন, দেশজুড়ে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার ভারত থেকে চার মাস পর চাল আমদানির অনুমতি দিয়েছে। এই সব চাল ভারতে বিভিন্ন স্থান থেকে আমদানি করা হচ্ছে। আমদানি অব্যাহত থাকলে চালের দাম আরো কমে আসবে বলেও জানান তিনি।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোঃ জামান বাধন বলেন, চাল নিত্য প্রয়োজনীয় পণ্য। আমদানিকৃত চাল দ্রæত খালাস পূর্বক সব ধরনের সহযোগীতা করা হচ্ছে। চলতি মাসের ১২ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত ভারতীয় ৩৪৪ ট্রাকে প্রায় ১৫ হাজার চাল আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।