Monday , 29 September 2025 | [bangla_date]

অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যানে সারাজীবন কাজ করতে চাই —– রাণীশংকৈলে ব্যারিস্টার রোকুনুজ্জামান

রাণীশংকৈল থেকে মোবারক আলী : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাহবা প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থা কার্যালয়ে ২৯ সেপ্টেম্বর সোমবার সংস্থার সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাহবা সভাপতি সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার শামসুদ্দিনের সভাপতিত্বে ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রোকুনুজ্জামান বলেন,অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যানে সারাজীবন কাজ করতে চাই। যদি আপনারা আমাকে সেবা করার সুযোগ দেন। এআসনে কোনদিন কোন ব্যারিস্টার প্রার্থী হয়নি আমি এবার প্রার্থী হতে চেয়েছি মানুষের সেবা করার জন্য এবং এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। তিনি আরো বলেন, আপনাদের আইনগত যে কোন ধরনের সহায়তা বিনা পয়সায় দেবো এবং এধরনে সংগঠন কে আমি এগিয়ে নিয়ে যেতে চাই । এসময় আরো উপস্থিত ছিলেন রাহবা সম্পাদক শাহাজান আলী, সাবেক সেনাকর্মকর্তা এজেড সুলতান ,সহ-সভাপতি খতিব উদ্দীন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট শামসুল হক,আব্দুল লতিফ, শেখ ফরিদ, মানিক সহ অনেকেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও