আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি’র উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ( ০২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় হতে ব্যানার,ফেস্টুন , প্লেকাড ও বাদ্যযন্ত্র নিয়ে একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ) সভাপতিত্ব করেন। উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব আলহাজ্ব কুদরত-ই-খুদা, উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য আব্দুল্যাহেল বাকী, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মানিক, উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য মোঃ শাহাজাহান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল। বিএনপি গণমানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। বক্তারা বলেন, গত ১৬ বছরে বিএনপি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছিল। অসংখ্য নেতা-কর্মীকে কারা বরণ করতে হয়েছিল। বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দলীয় কর্মকান্ড পরিচালিত হবে। আর তাই আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানানো হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।