আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও গ্রামের মৃত সারাফত হোসেনের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দীন(৭৮) এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য যে,পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজ ভাতিজার হাতের ধাক্কায় পড়ে গিয়ে গত শনিবার ৬ সেপ্টেম্বর দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন-( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫কন্যাসন্তান,নাতি-নাতনী,আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধবসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। লাশের ময়না তদন্ত শেষে রবিবার ( ৭ সেপ্টেম্বর) বিকেলে গিরাগাঁও গোরস্থান সংলগ্ন মাঠে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান উপস্থিত থেকে একদল পুলিশ অফিসার ও ফোর্সের অংশগ্রহণে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে রাষ্ট্রের পক্ষ থেকে ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দীনকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। তার লাল মুক্তিবার্তা নম্বর-০৩০৯০৩০০১২, বেসামরিক গেজেট নম্বর- ৮৯৬।