আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী ‘ আলোয়াখোয়া তফশিলী স্কুল এন্ড কলেজ ’ এর শরীরচর্চা শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন(৩৭) সবাইকে কাঁদিয়ে চিরতরে না ফেরার দেশে চলে গেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্কুল এন্ড কলেজ চলাকালীন তার অকাল মৃত্যুতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। জানা যায়, প্রতিদিনের মতো রোববার (৭ সেপ্টেম্বর) সকালে তার কর্মস্থল আলোয়াখোয়া তফশিলী স্কুল এন্ড কলেজে আসেন। শিক্ষা প্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় হঠাৎ শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বুকে ব্যথা অনুভব করলে সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের জরুরী বিভাগের বেডে শুয়ে দিলে মামুন মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন শোক প্রকাশ করেন। শিক্ষক আব্দুল্লাহ আল মামুন উপজেলার ধামোর ইউনিয়নের গাছবাড়ী (শিমুলতলা) গ্রামের মৃত মকবুল হোনের পুত্র। আব্দুল্লাহ আল মামুনের জানাযার নামাজ সোমবার ( ৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ধামোর গাছবাড়ীতে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ শিশুকন্যা ও ১ শিশুপুত্র,আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন। শিক্ষক মামুন ছিলেন একজন ন¤্র,ভদ্র, সদালাপি,হাস্যোজ্জল ব্যক্তি। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।