Tuesday , 16 September 2025 | [bangla_date]

আটোয়ারীর দু’টি ডিগ্রি কলেজে একাদশের ওরিয়েন্টেশন ক্লাস

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ও মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ২০২৫- ২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পৃথক পৃথকভাবে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দু’টি কলেজের পৃথক পৃথক সম্মেলন কক্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখার তিনটি বিভাগের একযোগে এই ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন ক্লাসের শিক্ষার্থীদের স্বাগত জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ। অনুষ্ঠানের শুরুতেই সকল নবাগত শিক্ষার্থীদেও লাল গোলাপ দিয়ে বরণ করা হয়।
মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী ফজলে বারী(সুজা) এর সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক মোঃ ফরুক হোসেনের সঞ্চালনায় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ ও পরামর্শমূলক বক্তব্য রাখেন জীবি সদস্য আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক(অর্থনীতি) বাবুল ইসলাম, ওয়াহেদুজ্জামান তালুকদার সমাজকর্ম বিভাগের আব্দুল মান্নান প্রমুখ।
অপরদিকে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ মজনুল ইসলাম(নয়ন) এর সভাপতিত্বে কলেজের বাংলা প্রভাষক ইয়াবুর রহমানের সঞ্চালনায় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ ও পরামর্শমূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজ গভর্নিং বোডির সভাপতি মোঃ মুক্তা আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান প্রভাষক অভিনাশ চন্দ্র বর্মন, ইসলামিক শিক্ষা প্রভাষক আ.ন.ম ওবায়দুল্লাহ, ইসলামের ইতিহাস প্রভাষক রেহানা আখতার, অর্থনীতি প্রভাষক আশরাফুল ইসলাম, আইসিটি প্রভাষক আসাদ রহমান(তুহিন) প্রমুখ।
ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে দু’টি কলেজ জুড়েই ছিল সাজ সাজ রব। নবীন শিক্ষার্থীদেও পদচারণায় মুখরিত ছিল ক্যাম্পাস প্রাঙ্গণ। কলেজ দু’টির সম্মেলন কক্ষগুলো সাজানো হয়েছিল বেলুন ও ব্যানার দিয়ে। শিক্ষার্থীরাও ছিলেন বেশ উচ্ছসিত। বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ ও আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। পড়ালেখায় নিজেকে ভালো রেখে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতাপূর্ণ ও মানবিক সমাজ ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে এবং সুশিক্ষিত জাতি গঠনে তোমাদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। এজন্য তোমাদের অনেক কিছু ত্যাগ করে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। নিয়ম-শৃঙ্খলা মেনে নিয়মিত প্রতিষ্ঠানে আসতে হবে। আগামী দিনের দেশ ও জাতির স্বপ্ন বাস্তবায়নের রূপকার হবে তোমরাই।

সর্বশেষ - ঠাকুরগাঁও