Tuesday , 23 September 2025 | [bangla_date]

একে তো প্রতিবন্ধি তারপর আবার ধর্ষণ! রাণীশংকৈলে শালিস বসিয়ে জরিমানা করলেন ইউপি সদস্য

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ মেয়েটি একেইতো দৃষ্ঠি প্রতিবন্ধি তার পর আবার ধর্ষণ। এমন লোহমর্ষক ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাজীরহাট খুনিপাড়া এলাকায়। আর স্থানীয়রা অনৈতিক কাজের খেসারত হিসাবে সাবুলকে জরিমানা করলো আড়াই লাখ টাকা।
জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর শনিবার গভির রাতে একই এলাকার সাবুলের স্ত্রী প্রতিবেশি দৃষ্টি প্রতিবন্ধী কে তাঁর বাসায় ডেকে নিয়ে যায়। এরপর জোর প‚র্বক তাকে ঘরে নিয়ে গেলে সাবুল প্রতিবন্ধির সাথে অনৈতিক কাজ করে। এসময় এলাকাবাসী টের পেলে দূজনকে আটক করে। তাৎক্ষণিক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপি সভাপতি রমজান আলী হাসু মেম্বার, স্থানীয় আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যাবসায়ী রাজিব ও স্থানীয় লোকজন বিষয়টি তারাহুরো করে প্রতিবন্ধী ইজ্জতের ম‚ল্য নির্ধারণ করে ২ লক্ষ ৫০ হাজার টাকা। তাও আবার বাকি।
এবিষয়ে দৃষ্টি প্রতিবন্ধি জানান আমাকে প্রায় ৮ বছর ধরে এভাবে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে আসছে সাবুল। গত বৈশাখ মাসে আমার সঙ্গে শারিরীক সর্ম্পক করে এবং আমার গর্ভে সন্তান আসে তিন মাস পর আমি যখন বলতে যায়। ঔষধ দিয়ে আমার গর্ভের সন্তান নষ্ট করে দেয়। আমি এখন সাবুলকে বিয়ে করতে চাই। না হয় আমার জীবনের ম‚ল্য করে দেক। যেহেতু আইনে ধর্ষণ একটি গুরুত্বপূর্ণ অপরাধ আর এ অপরাধে অভিযুক্তকারীকে শনিবার আটকেরপর (সাবুল) কে সে রাতেই স্থানীয় বিএনপি,আওয়ামীলীগনেতারা প্রতিবন্ধির ইজ্জতের মুল্য নির্ধারণ করে ২ লক্ষ ৫০হাজার টাকা। নগদ ২০হাজার অশিষ্ঠ টাকা ১৫দিন পরে। এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা জজকোর্টের এ্যাডভোকেট আসাদুজাম্মান রনি বলেন, ধর্ষণ একটি গুরুত্বপূর্ণ অপরাধ আর এটা শালিসে নিসম্পত্তি করা যায়না। এটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ। ধর্ষনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে সালিশের মাধ্যমে মিমাংসা করার সুযোগ নেই। এ ধরণের অপরাধের বিচার রাষ্ঠীয় আইনে পরিচালিত হবে।
এ ব্যাপারে অভিযুক্ত সাবুলের বক্তব্য নেওয়ার চেষ্ঠা করা হলে তাকে বাসায় পাওয়া যায়নি। তবে সাবুলের ভাই সুমন রানা ও তার স্ত্রী এ প্রতিনিধিকে কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেম্বার সাহেব আমাদের এটি মিমাংসা করে দিয়েছে। নন্দুয়ার ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপি সভাপতি রমজান আলী (হাসু) মুঠো ফোনে বলেন, আমি কি করবো ওসি স্যারকে এর আগে আরেকটা ধর্ষণের ঘটনা বলেছিলাম ওনি আমাকেই উল্টো রাগ করেছিল তাই স্থানীয় লোকজন নিয়ে বিষয়টি আপোষ মিমাংসা করে দিয়েছি। আপোষের টাকাগুলো ১৫ দিনের জন্য সময় নিয়েছে দিয়ে দিবে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক মুঠোফোনে বলেন, বিষয়টি আমি জানিনা। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রতিদিন ২৫ কোটি টাকা দান করেন তিনি

দীর্ঘ ৬ মাস বিরতির পর ডাঃ কে এ মোহাম্মদ বদরুদ দোহা পীরগঞ্জে রোগী দেখছেন

৭ দফা বাস্তবায়নের দাবীতে কারিগরি ছাত্র আন্দোলন দিনাজপুর শাখার আলোচনা সভা

ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনির পরলোকগমণ

বোদায় প্রতিবন্ধীদের সেবাসমুহে অধিকতর অন্তর্ভুক্তির বিষয়ক কর্মশালা

পঞ্চগড়ে বৃষ্টিতে ভিজে চার ঘন্টা বাংলাবান্ধা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা

খেলার মাধ্যমে বাংলাদেশকে চিনবে গোটা বিশ্ব …. যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শীত মওসুমেই ১০কোটি টাকার বেচা-কেনার আশা রানীবন্দরের গার্মেন্ট-এ শীতের পোশাক তৈরির ব্যস্ততা অর্থনৈতিক সম্ভাবনার হাতছানি

পীরগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি