কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের কাহারোল উপজেলার উজ্জ্বল নক্ষত্র,দরিদ্র পিতার সন্তান একজন কলেজের সহকারী প্রভাষক, অন্য আরেকজন সদ্য ৪৮ তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাহারোলের মুখ উজ্জ্বল করার দৃষ্টান্ত স্থাপন করে।
জানা যায় উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের মোঃ মনসুর আলীর দুই সন্তান এখন প্রতিষ্ঠিত। মনসুর আলী পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন এবং মরহুম চাচা রামচন্দ্রপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সরকারি শিক্ষক মোঃ আব্দুস সালামের সহযোগিতায় ও অনুপ্রেরণায় বড় ছেলে মেধাবী মোঃ রেজাউল করিম দিনাজপুর সরকারি কলেজ থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি (কেমিস্ট্রি) বিভাগে লেখাপড়া শেষ করে একটি কলেজের সহকারী প্রভাষক হিসেবে যোগদান করেন। তারই ধারাবাহিকতায় এবং তার ভাই প্রভাষক রেজাউল করিমের অনুপ্রেরণায় তার কনিষ্ঠ ভাই মোঃ আল-আমিন ৪৮ তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য ) চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এলাকায় নজির গড়ে তোলে।
এ ব্যাপারে প্রভাষক রেজাউল করিম অভিমত ব্যক্ত করে বলেন, আমার সর্বকনিষ্ঠ ভাই ডাঃ আল আমীন মানবিক ডাক্তার হিসেবে এলাকাবাসী সহ বিপদ গ্রস্থ্য মানুষের পাশে দাঁড়াবে এবং সে যেন আরো অনেক বড় ডাক্তার হয়ে খ্যাতি অর্জন করতে পারে সেই প্রত্যাশা রেখে সকলের কাছে দোয়া কামনা করেন।
কোন অনুষ্ঠান নয়, আনন্দে আত্মহারা হয়ে ঘরোয়া পরিবেশে বড় ভাই প্রভাষক রেজাউল করিম ছোট ভাইকে কেক কেটে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।