কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার উচিতপুর টেকসই কৃষি উন্নয়ন কৃষক গ্রæপের রঙ্গিলা জাতের তরমুজ খরিপ-২/২০২৫-২০২৬ অর্থ বছরে উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের চকমহরম গ্রামের কৃষক মোঃ ইসমাইল হোসেনের জমিতে মাচায় ঝুলছে রঙ্গিন তরমুজ। কাহারোল উপজেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় কৃষি উপসহকারী কর্মকর্ত মোঃ ওবাইদুর ইসলামের তত্তাবধনে কৃষক মোঃ ইসমাইল হোসন চাষ করেছেন উচ্চ মুল্যের মাচায় এই তরমুজ চাষ।
কাহারোল উপজেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে বর্ষার সময় রঙ্গিন তরমুজ চাষের জন্য কৃষক মোঃ ইসমাইল হোসেনকে ২০ শতক জমি প্রদর্শনি দেওয়া হয়েছে।
রোববার সকাল ১০টায় তরমুজ ক্ষেতে দেখা যায় তরমুজ চাষী জমি পরিচর্যা করছেন। তরমুজ চাষী মোঃ ইসমাইল হোসেন বলেন মোট ২০ শতক জমিতে তরমুজ চাষ করা হয়েছে। বর্তমানে ফলন ভালই হয়েছে। আর অল্প কয়েকদিনের মধ্যে তরমুজ গুলি বাজার জাত করা হবে। বাজারে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০টাকা। তিনি ভাল দাম পাবেন এবং লাভের আশা করছেন।
কাহারোল উপজেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীশ বলেন, মাচায় রঙ্গিন তরমুজ চাষের জন্য কৃষককে ২০ শতক জমিতে দেওয়া হয়েছে বিভিন্ন উপকরণ। কৃষক তরমুজের ভাল দাম পাবেন বলেন আশা করছেন তিনি। কৃষি বিভাগ কৃষককে সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ দিচ্ছেন।