কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোলে এক মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালত ৫ মাসের কারদন্ড দিয়েছেন। গত রোববার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খাতুন মীম এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের হরেন্দ্র নাথ রায়ের ছেলে প্রদীপ কুমার রায় (৩২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশের্^ সুন্দইল গ্রাম নামক স্থানে মাদক সেবনের দায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা জরিমানা আদায় করেছেন। এদিকে কাহারোল থানা পুলিশ গতকাল সোমবার সকালে আসামীকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করছেন বলে কাহারোল থানার ওসি মোঃ সোহেল রানা জানান।