Friday , 5 September 2025 | [bangla_date]

কাহারোল হিমাগারে মজুদ রয়েছে শত শত টন আলু, দাম না থাকায় আগ্রহ হারাচ্ছে চাষী

কাহারোল প্রতিনিধি\ দিনাজপুরের কাহারোল উপজেলায় অতিরিক্ত আলু চাষই কাল হয়ে উঠেছে উপজেলার শত শত আলু চাষীর। বাজারে আলুর দাম না থাকায় শত শত টন আলু হিমাগারে পরে আছে বলে জানিয়েছেন হিমাগার কর্তৃপক্ষ। বাজারে আলু দাম না থাকায় চাষী ও ব্যবসায়ীরা কেউ হিমাগার থেকে আলু বেড় না করায় বিপাকে পড়েছে হিমাগার মলিক। গতকাল কাহারোল উপজেলার বিভিন্ন হাট বাজারে দেশী আলু প্রতি কেজি ১৬ থেকে ১৮ টাকা ও লাল জাতের আলু সহ অন্যান্য জাতের আলু দাম প্রতি কেজি ১৪ থেকে ১৬ টাকা। অথচ উৎপাদন ও সংরক্ষন মিলে চাষীদের খরচ হয়েছে ১৪ থেকে ১৫ টাকা। কাহারোল উপজেলায় আলুর চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় এই আলু বিক্রয় হয় ব্যবসায়ীদের নিকট।
কাহারোল উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলায় গত বছর ৪ হাজার ১০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়। আর উৎপাদন হয়েছে ১ লক্ষ ১৭ হাজার ৬ শত ৬৩ মেট্রিক টন। ২টি হিমাগারের ধারন ক্ষমতা শাহী হিমাগারের ১০ হাজার ৫শত মেট্রিক টন ও রাহাবার হিমাগার ১৫ হাজার ৬শত ৪২ মেট্রিক টন। হিমাগারের বাহিরে স্থানীয় পদ্ধতিতে সংরক্ষিত আলু এখনও বাজারে থাকায় হিমাগারের আলু হিমাগারেরই পড়ে আছে।
গত বছর এই সময় আলুর বাজার প্রকার ভেদে ৪০ থেকে ৪৫ টাকা বিক্রি হয়। বর্তমানে সর্বোচ্চ ১৭ থেকে ১৮ টাকায় বিক্রি হচ্ছে। ফেব্রæয়ারী ও মার্চ মাসে জমিতে প্রতি কেজি আলু বিক্রি হয়েছিল ১১ থেকে ১৩ টাকা কেজি দরে ব্যবসায়ীরা আলু ক্রয় করে হিমাগারে রেখেছেন। বাজারে আলুর দাম না থাকার কারনে তারা হিমাগার থেকে আলু বেড় করছেন না। ১ বস্তা আলুর হিমাগার ভাড়া ৪০৫ টাকা। আলু বিক্রি করে দাম পাচ্ছেন ৭২০ টাকা। লোকসানের কারনে ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু বের করছেন না। আলু চাষী মোঃ শাহাজান আলী বলেন, ৬০ বস্তা আলু হিমাগারে রেখেছি, দাম বেশী পাওয়ার আশায় কিন্তু আলুর দাম নেই তাই আলু পড়ে আছে হিমাগারে। অপর চাষী মোঃ রফিক বলেন, আলু বিক্রি করে খরচ উঠে না।
নাম প্রকাশ না করার শর্তে হিমাগারের ম্যানেজার জানান, দর পতনের কারনে হিমাগারে রক্ষিত বিপুল পরিমান আলু নিয়ে হিমাগার কর্তৃপক্ষ চরম বিপাকে রয়েছেন। নতুন মৌসুম শুরু হবে আগামী আিশ্বন মাস থেকে এর মধ্যে আলুর দাম না বাড়লে বিপুল পরিমান আলু হিমাগারে থেকে যাওয়ার আশংক্ষা করছেন হিমাগার কর্তৃপক্ষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও