Saturday , 13 September 2025 | [bangla_date]

গাছ প্রিয় রাণীশংকৈলের করিমুল

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সব সময় গাছ রোপণ করা যার কাজ সে মানুষটির নাম করিমুল। শনিবার (১৩ সেপ্টেম্বর) ১১শতাংশ জমিতে বিভিন্ন প্রজাতির ৮০টি গাছ রোপন করতে দেখা যায় তাকে।
জানাযায়,পৌরশহরের বাসিন্দা ইলিয়াস আলীর পুত্র করিমুল প্রতিদিনের ন্যায় শনিবার মদিনা পাড়া এলাকায় গাছরোপণ করেন। এসময় তিনি বলেন, কয়েকদিন আগে ৩০টি গাছ রোপণ করেছি আজ ৮০টি রোপণ করলাম। প্রথমে গাছ রোপণের জন্য একটি উপযুক্ত গর্ত তৈরি করি এরপর পলিথিন কেটে চারাটি সাবধানে গর্তে স্থাপন করি। এতে আমার যেমন উপকার হবে তেমনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে এবং মানুষের শ^াসপ্রশাসের উপকার হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও