চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টর ও অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি গতকাল ৭ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর- পার্বতীপুর আঞ্চলিক সড়কের বেলতলী বাজরের পুর্ব পাশে হজরতপুর মোড়ে ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের শিমুলতলী বাজার হতে আওয়ামী লীগ নেতা আতিকুর হাজীর দুিটি ট্রাক্টর বেপরোয়াভাবে ওভারটেকিং করতে করতে বেলতলী বাজারের দিকে আসছিল। এসময় বেলতলী বাজার হতে পার্বতীপুরের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী একটি অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটোচার্জারটি ছিটকে গিয়ে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। এসময় অটোচালক, যাত্রী ইউএসডিও এনজিও কর্মকর্তা মৌসুমী বেগম (৪২), মন্মথপুর আইডিয়াল কলেজের ছাত্র তামিম (১৭), ট্রাক্টর চালকের সহকারী সৈয়দ আলীসহ ৪ জন গুরুতর আহত হন।
রিকশাভ্যানচালক জিয়াবুর রহমান জানান, ট্রাক্টর দুইটি একে অপরকে ওভারটেক করে জোরে চলতেছিল। এসময় বিপরীতদিক থেকে আসা একটি অটোকে ধাক্কা দেয়। এতে অটোচার্জারটি যাত্রীসহ রাস্তার পাশে ছিটকে ধানক্ষেতের জমিতে পড়ে যায়। এতে ৪ জন গুরুতর আহত হন। এ ঘটনাটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে জানানো হলে, তারা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গুরুতর আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যায়। অজ্ঞাতনামা অটোচালককে পার্বতীপুরের ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা লিমন মন্ডল জানান, গুরুতর আহতদের উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, অবস্থার গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের দিমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, দ্রæত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাক্টর দুইটি জব্দ করা হয়েছে। ট্রাক্টর চালক মাহবুর ও মশিউর পলাতক রয়েছে । এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।