চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ২৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি ও মহাসড়ক অবরোধ করেছে। শ্রমিকেরা দশমাইল-সৈয়দপুর মহাসড়ক অন্তত ৩ ঘন্টাব্যাপি অবরোধ করে রাখায় মহাসড়কের দুই দিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, বগুড়া, ঢাকাগামী শত শত যানবাহন আটকে পড়ে। এতে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়।
সোমবার সকাল সাড়ে ৭টায় চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে। সকাল ১০টা ৪০মিনিটে সেনাবাহিনী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মনিরুজ্জামানের যৌথ হস্তক্ষেপে ও আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। অবরোধের অন্তত ৩ ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা বলেন, আমরা ট্রিলিয়ন গোল্ডের কর্মকর্তাসহ কর্মচারিরা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধি, পুরাতন শ্রমিক ছাটাই বন্ধ, বেপজার নিয়মে চলা, ওভারটাইম ৩ ঘন্টার বেশি না করা, বহিস্কৃত শ্রমিকদের পুনর্বহাল, নতুন শ্রমিকদের বেতন সাড়ে ১০ হাজার টাকা দেয়াসহ ২৬ দফা দাবি আদায়ে আলোচনা চালিয়ে আসছিলাম। কর্তৃপক্ষ কোন কর্ণপাত করছিল না। বাধ্য হয়েই সমাধানের জন্য আমরা কঠোর আন্দোলনে নেমেছি।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মনিরুজ্জামান বলেন, ট্রিলিয়ন গোল্ড কর্তৃপক্ষ শ্রমিকদের বেশ কিছু দাবি মেনে নেয়। অন্যান্য দাবিগুলো আলোচনা সাপেক্ষে মেনে নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।