Monday , 29 September 2025 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ৪ তলা ভবন ধসে শিক্ষার্থী আহত, রংপুর মেডিকেলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়া গোরস্থানের পাশে নির্মাণাধীন একটি চারতলা ভবনের দেয়াল ধ্বসে গুরুতর আহত হয়েছেন স্বপন আলী (১৯) নামের এক শিক্ষার্থী। গত রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানায় ওই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে স্বপনের বড় ভাই রবিউল ইসলাম মর্মে নিশ্চিত করেন ওসি। আহত স্বপন আলী বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। জানা গেছে, দিনাজপুরের একটি বেসরকারি টেকনিক্যাল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র স্বপন আলী। ঠাকুরগাঁও মুন্সিপাড়ার রানা মেসের একটি রুমে ভাড়া থেকে পড়াশোনা করতেন। ঘটনার দিন বাহির থেকে ফিরে তার কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় পাশের নির্মাণাধীন ভবনের দেওয়ালের উপরের অংশ ধসে পড়ে ওই কক্ষের উপর। এতে স্বপন মাথায় ও মেরুদÐে গুরুতর আঘাত পান। স্থানীয়রা জানায়, দেয়াল ধ্বসে পড়ার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় স্বপনকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি নিউরো সার্জন ডা. তোফায়েলের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, স্বপনের মাথা ও মেরুদÐে দুটি বড় ধরনের অপারেশন প্রয়োজন, পাশাপাশি মেরুদÐের তিনটি হাড়ে রিং বসাতে হবে। দ্রæত সময়ের মধ্যেই এই অপারেশন না হলে তার চলাফেরা করার সম্ভাবনা হুমকির মুখে পড়বে। চিকিৎসাধীন অবস্থায় স্বপন সাংবাদিকদের জানান, আমি আমার রুমে শুয়ে ছিলাম হঠাৎ বিকট শব্দ হয় এবং ভারি কিছু আমার উপর পড়ে। এরপর জ্ঞান হারাই। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বেডে। শরীর নাড়াতে পারছি না। লেখাপড়ার পাশাপাশি আমি বনসাই গাছ ও হস্তশিল্প বানাতাম, যেগুলো বিক্রি করে পড়াশোনার খরচ চালাতাম। এখন আমার ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। আমি আদো জানি না চিকিৎসার ব্যয়ভার বহন করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা। পাশাপাশি আমার পড়াশোনাও অনিশ্চিত। দুর্ঘটনার বিষয়ে নির্মাণাধীন ভবনের মালিক ও তহসিলদার নুর ইসলাম বলেন, স্বপন সুস্থ হলে পারিবারিকভাবে বসে একটা সমাধান করা যাবে। তবে কেন নিরাপত্তা বেষ্টনি ছাড়া ভবন নির্মাণ চলছিল সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। নির্মাণাধীন ভবনে সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলেই মনে করছেন স্থানীয়রা। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারে আলম খান জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ‘নিতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ

কমিউনিটি পর্যায়ে নারীর ভুমি অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক সভা

যৌন হয়রানির অভিযোগ দুই শিক্ষককে বরখাস্তের দাবিতে বিদ্যালয়ের গেটে তালা

হরিপুরে আগুনে পুড়ে ছাই বসতঘর

ঠাকুরগাঁও রেশম কারখানা ২১ বছর পর চালু, ৬ মাসের মাথায় ফের বন্ধ

দিনাজপুরে ইট ভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

পীরগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসআলোচনা সভা

কাহারোলে পর্যালোচোনা ও পরিকল্পনা প্রনয়ন সম্মেলন-২০২১ অনুষ্ঠিত।

ঠাকুরগাঁওয়ে পণ্যগ্রাফীর মাধ্যমে প্রতারণার অভিযোগে ৪ যুবক গ্রেফতার

বাবুল সভাপতি নিরঞ্জন সম্পাদক পীরগঞ্জে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত