ঠাকুরগাঁও প্রতিনিধি\ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ির তিনতলার ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পৌর শহরের আর্ট গ্যালারি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম কুদরত আলী (৬২)। তিনি ওই এলাকার মৃত গৌওসল আজমের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাতে ওসি জানান, নিজ বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে কুদরত আলীর মৃত্যু হয়েছে। তিনি কখন এবং কী কাজে ছাদে গিয়েছিলেন পরিবারের সদস্যরা তা নির্দিষ্ট করে বলতে পারছেন না। দুপুরে বাড়ির পাশে অপর একটি একতলা ছাদে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের সুরতহালে (কুদরত আলীর) শরীরে জখম ও পোড়া দাগ দেখা গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে।
ওসি সারোয়ার আলম আরো বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।এ বিষয়ে সদর থানায় অপমৃত্যুর মামলা করা হবে।