Wednesday , 10 September 2025 | [bangla_date]

তালিমের নামে কিছু মহিলা গ্রামে গ্রামে ঘুরে বেহেস্তের টিকিট বিক্রি করছেন ,,,,,বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

বোদা,পঞ্চগড় প্রতিনিধি\বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেছেন,দেশের অর্ধেক জনসংখ্যা নারী। নারীকে বাদ দিয়ে উন্নয়নসহ কোন কর্মকাÐ সফল হয় না। তাই নারী অধিকার বাস্তবায়নে ও উন্নয়ন ত্বরান্বিত করতে এবং নারী জাগরণ সৃষ্টি করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছেন। বেগম খালেদা জিয়া নারী শিক্ষাকে প্রাধান্য দিয়ে, নারী শিক্ষা প্রসারে এসএসসি পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। আগামীতে বিএনপি সরকার গঠন করলে নারী উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে পঞ্চগড়ের বোদা ধানহাটি মাঠে জাতীয়তাবাদী মহিলা দল বোদা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন। তিনি বলেন,এখন তালিমের নামে কিছু মহিলা গ্রামে গ্রামে ঘুরে বেহেস্তের টিকিট বিক্রি করছেন। তারা যদি ইসলামের কথা বলে তাহলে কোন আপত্তি নেই। তারা যদি কোন দলের পক্ষে বেহেস্তের টিকিটের কথা বলে, তাহলে তাদের প্রতিহত করতে হবে। কারণ তারা জালিম মুনাফেক। কে বেহেস্তে কে দোজখে যাবে তা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। আর কোন দলের পক্ষে থাকলেও বেহেস্তে যাওয়া যায় না। যারা এমন কথা বলে তাদের কাছে বেহেস্তের টিকিট দেখতে চাইবেন। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার বিদায় হবার পর এখন মাঠে-ঘাটে যেখানে সেখানে সভা সমাবেশ করা যায়, অথচ এই দলটি মসজিদে মসজিদে গিয়ে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি মসজিদকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে হুঁশিয়ারি দেন।
পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও বোদা পৌর মহিলা দলের আহŸায়ক মজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বোদা উপজেলা বিএনপির সভাপতি ময়দানদিঘী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা,সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময়,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,রায়হানুল আলম প্রধান রিয়েল,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ, আব্দুল্লাহ আল মারুফ অনু,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাজিনা বেগম সাজিনা , ইউনিয়ন মহিলা দলের নেত্রী নিলুফা ইয়াসমিন,রুকসানারা বেগম,আলেয়া বেগম, হেলেনা বেগম,শাহেদা বেগম, আয়েশা আক্তার মোস্তাকিন মাখদুম ও লাবনী আক্তার সহ উপজেলা,পৌর ও ইউনিয়ন মহিলা দলের নেতৃ বৃন্দ। অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয়তাবাদী মহিলা দলের দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার কয়েক হাজার মহিলা দলের নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এর আগে ধানাটি মাঠ থেকে ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে হাজার হাজার মহিলা দলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত