পঞ্চগড় প্রতিনিধি\আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যুবনীতি বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ে ডেমক্রেসিওয়াচ বাস্তবায়িত ‘আস্থা’ প্রকল্পের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য নাজিম উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কে এম আব্দুল মতিন। বক্তব্য দেন পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান, সদর উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আরজুমান্দ বানু, আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর রাফায়েত আরা, প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ প্রমূখ। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘেœ-নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে সেজন্য ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে তরুণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালককে বিশেষ ভ‚মিকা রাখার অনুরোধ জানানো হয়। সেই সাথে ভোটার উদ্বুদ্ধকরণে জেলার দু’টি আসনের জনসমাগমস্থলে পথনাটক মঞ্চস্থ করাসহ সীমান্ত ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ তদারকি করার জন্য পুলিশ প্রশাসনকে সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।