দিনাজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮টি গ্রামকে ইকো ভিলেজ বা পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে।
শনিবার দিনাজপুর এরিয়া প্রোগাম, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরাম, পরিবেশ বান্ধব কমিটি ও গ্রাম বাসির সহযোগিতায় এই পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে।
পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করেন প্রধান অতিথি সদর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মাসুদ তুষার।
পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা শেষে কৃষি প্রশাসনের পক্ষে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মাসুদ তুষার ও দিনাজপুর এপি, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের পক্ষে সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্ঠার গমেজ ঘোষণা পত্রে স্বাক্ষর করেন।
শেষে প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মাসুদ একটি পরিবশে বান্ধব গ্রাম পরিদর্শন করেন।
দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের পশ্চিম শিবরামপুর, সুন্দরবন ইউনিয়নের বেলা বাড়ি, ফাজিলপুর ইউনিয়নের মহেশপুর, শেখপুরা ইউনিয়নের উওর গোপালপুর, শশরা ইউনিয়নের শ্রীকণ্ঠপুর, আউলিয়াপুর ইউনিয়নের পাইকপাড়া, উথরাইল ইউনিয়নের জতবহবন এবং দিনাজপুর পৌরসভার গুঞ্জাবাড়িকে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা করেন।
এব্যাপারে দিনাজপুর এপি, ওয়ার্ল্ডভিশন সিনিয়ির ম্যানেজার অরবিন্দ সিলভেষ্ঠার গমেজ বলেন পরিবেশ বান্ধব গ্রাম হচ্ছে একটি সার্বিক মানবিক এক ব্যবস্থাপনা, সেখানে মানুষের যাবতীয় কার্যক্রমকে কোনো রুপ ক্ষতি সাধন করে না, এমনভাবে প্রকৃতির সাথে সমন্বিত করা হয়, যেন তা সুস্থ মানব উন্নয়নকে সমর্থন করে এবং এর কার্যক্রম অনাগত ভবিষ্যতেও সার্থকতা সাথে চালিয়ে যাওয়া যায়।