দিনাজপুরে খানপুর গ্রামে অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-১৩ দিনাজপুর ইউনিট।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর সদরের আস্কারপুর ইউপির ৪নং ওয়ার্ডের খানপুর গ্রামে এক বাড়ী থেকে এই অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি দুপুরে দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এই তথ্য নিশ্চিত করেন।
র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে দিনাজপুর সদরের সীমান্তবর্তী খানপুর গ্রামের জনৈক মাহবুবর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। বসত বাড়ির উত্তর পূর্ব কর্ণারে অভিযান চালিয়ে পলাতক আসামী মাহাবুবর রহমানের বসত ঘর তল্লাশী করে শোকেসের নিচের অংশের ড্রয়ার হতে একটি কালো রঙের পলিথিনের ভিতর মোড়ানো ১টি অবৈধ বিদেশী পিস্তল ও ২ টি ম্যাগাজিন যার একটি ম্যাগাজিনে লোড করা ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।তবে র্যাবের অভিযান টের পেয়ে বাড়ির মালিক মাহাবুবর রহমান পালিয়ে যায়।
পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১৩ দিনাজপুর জানায়।