গণঅধিকার পরিষদ (জিএপি) দিনাজপুর জেলা শাখার আওতাধীন সদর পৌর শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার জেলা কমিটির সভাপতি মো.শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম আযম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
আহবায়ক নির্বাচিত হয়েছেন প্রান্তিক দত্ত দ্বীপ ও সদস্য হয়েছেন সচিব এস এম রাজীব ইসলাম।
আহŸায়ক কমিটিঃ- আহŸায়ক: প্রান্তিক দত্ত দ্বীপ, যুগ্ম-আহŸায়ক: সোহেল রানা, মোঃ আকাশ ইসলাম, নারায়ণ মজুমদার, মতিউর ইসলাম, সাগর ইসলাম, জাহাঙ্গীর আলম, মোঃ মানিক ইসলাম। সদস্য সচিব: এস.এম রাজীব ইসলাম যুগ্ম-সদস্য সচিব: স্বপন ইসলাম, সুজন ইসলাম, সাদ্দাম হোসেন, মোঃ জুয়েল ইসলাম, মোঃ লুৎফর রহমান কার্যকরী সদস্য:-শুভ, শাহরিয়ার তাওসিন, তাজমির ইসলাম, সাবা হেম্বল, রাসেল, রতন, মোমিন রহমান, রোজ, দিপু দাস, অনিল দাস, সুজন, শাওন মেঘ, লিমন, সাদ্দাম ও পল্লব।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এ কমিটির মাধ্যমে দিনাজপুরে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।