Wednesday , 10 September 2025 | [bangla_date]

দিনাজপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা শাখার আয়োজনে ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা ও সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটির নেতৃত্বে বিশাল একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। এসময় তিনি বলেন, আগামী ফেব্রæয়ারী মাসের মধ্যেই যেন জনগনের একটি সরকার কায়েম হয়, এবং নির্বাচন যাতে ভন্ডুল না করতে পারে সে জন্য বিএনপি’র সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। সেই সাথে যাতে আগামী দিনে জাতীয়তাবাদী দলের পতাকা পদ পদ করে বাংলার আকাশে উড়াতে পারি সেই আহবান জানাচ্ছি।
দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।
উক্ত বর্ণাঢ্য র‌্যালীতে জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক, মো. আখতারুজ্জামান জুয়েল, মো. মোজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) বখতিয়ার আহমেদ কচি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, দপ্তর সম্পাদক প্রভাষক মো. আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর মহিলা দলের সভাপতি জেসমিন বেগম, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার স্বপ্না, কোতয়ালী মহিলা দলের সভাপতি সায়েকা বেগম, সিনিয়র সহ-সভাপতি জেসমিন সরকার, সাধারণ সম্পাদক সালমা আক্তার, সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার, ১০নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি ফাতেমা, সাধারণ সম্পাদক বাবলী, সাংগঠনিক সম্পাদক গোলাপীসহ মহিলা দলের ১২টি ওয়ার্ড ও ১০টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আল হিকমাহ এনলাইটেন্ড স্কুলের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান

বিভিন্ন কর্মকান্ড বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের প্রেস ব্রিফিং !

দিনাজপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ভুয়া চিকিংসক আটক ।

আগামী রবি ও বুধবার ব্যাংক বন্ধ

দিনাজপুরে ২শ পিস ফেন্সি-ডিলসহ আ-টক-৩

পীরগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে ও জনসমাবেশে ঠাকুরগাঁওয়ে বক্তব্য রাখেন- ডাঃ জাহিদ

আটোয়ারীতে জাতীয় তথ্য বাতায়নে হালনাগাদ তথ্য নেই! বিপাকে সাধারণ মানুষ

কাল ঠাকুরগাঁও ও রানীশংকৈল পৌরসভা নির্বাচন