Wednesday , 17 September 2025 | [bangla_date]

দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে দিনাজপুরে রেল-সড়ক অবরোধ

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, পলিটেকনিকে ক্রাফট ইন্সট্রাক্টরদের স্থানান্তর, তাদের প্রমোশন বাতিলসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরে সড়কপথ ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
এতে আটকা পড়ে ঢাকাগামী দ্রæতযান এক্সপ্রেস, রাজশাহীগামী বাংলাবান্ধা ও সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন। এছাড়া দিনাজপুর-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার সকাল ১০টা থেকে দিনাজপুর নিমনগর বাসস্ট্যান্ড এলাকায় রেললাইনে বসে অবরোধ কর্মসূচি পালন করেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় কারিগরি শিক্ষার্থীরাও। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের এই অবরোধ চলে। দুপুর ১২টায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেও শিক্ষার্থীরা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এদিকে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ও ঘটনাস্থল ত্যাগ করে শিক্ষার্থীরা। এতে শহরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীদের অবরোধের ফলে দিনাজপুর স্টেশনে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রæতযান এক্সপ্রেস, রাজশাহীগামী বাংলাবান্ধা এবং বিরল উপজেলার মঙ্গলপুর রেলওয়ে স্টেশনে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।এছাড়া দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক দিয়ে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে বিকল্প পথে যান চলাচল করে।
আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী মেহেদী হাসান ও নাঈম ইসলাম জানান, যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।
দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার এবিএম জিয়াউর রহমান জানান,শিক্ষার্থীদের আন্দোলনের ফলে তিনটি ট্রেন আটকা পড়ে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের ৭ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো-প্রকৌশল কর্মক্ষেত্রে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং বিভাজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ডে নিয়োগ এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে ১০ম গ্রেডে নির্ধারিত পদ সংরক্ষণ। একমুখী প্রকৌশল শিক্ষা ব্যবস্থা চালু, মেধার অপচয় রোধ এবং প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রশাসনিক ক্যাডারের জনবল নিয়োগ। উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৫০% এ উন্নীতকরণ। আন্তর্জাতিক মানদÐ অনুযায়ী জনবল কাঠামো নির্ধারণ (বিএসসি ইঞ্জিনিয়ার : ডিপ্লোমা ইঞ্জিনিয়ার : দক্ষ জনবল = ১:৫:২৫)। পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটে ১:১২ অনুপাতে শিক্ষক নিয়োগ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কারিকুলাম আধুনিকায়ন ও ইংরেজি মাধ্যমে রূপান্তর।ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষায় ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সৃষ্টি, মেধাবৃত্তি বৃদ্ধি এবং অর্জিত ডিগ্রিকে বিএসসি (পাস)/সমমান ঘোষণা। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের প্রস্তাবিত ৭দফা দাবি অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন

খানসামায় ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পীরগঞ্জে এমপি হাফিজ উদ্দীন আহম্মেদকে পল্লী বন্ধু সমবায় সমিতি ও এলাকাবাসির পক্ষ থেকে সংবর্ধণা

পড়ে আছে হাসপাতালের নতুন ভবন, পরিত্যক্ত ভবনে শতাধিক রোগী

বিরলে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে একজন নিহত

পীরগঞ্জে মিষ্টি কুমড়ার ফুল থেকে মধু সংগ্রহ

বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রশিদ কে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

স্বর্গীয় বীরেন্দ্র নাথ রায়ের স্মরণে ডিসকভারী লাইব্রেরীর উদ্বোধন

পীরগঞ্জ পৌরসভার সাড়ে ৫৪ কোটি টাকা বাজেট ঘোষনা