জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর এর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার সকালে ফুল কুঁড়ি আসর দিনাজপুর শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আসরাফুল ইসলাম। তিনি বলেন,
“ফুলকুঁড়ি আসর দীর্ঘ পাঁচ দশক ধরে শিশু-কিশোরদের নৈতিক, সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে কাজ করে যাচ্ছে। আগামী প্রজন্মকে সুশিক্ষিত, শৃঙ্খলাপরায়ণ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ সংগঠনের ভূমিকা অপরিসীম।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর শাখার পরিচালক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইয়াজদানী। শাখা পরিচালক কামরুজ্জামান সুমন অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসর দিনাজপুর শহর শাখার সহকারী পরিচালক আবু তাহেরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পরিচালক শাহরিয়ার সরকার সোহেল, মুহাম্মদ কামরুজ্জামান, মাহফুজুর রহমান এবং সাবেক সহকারী পরিচালক নাজমুল হক মোল্লা।
সার্বিক সহযোগিতা করেন অফিস সম্পাদক মুসাব্বির হোসেন, পত্রিকা সম্পাদক রাকিব রনি, সাংস্কৃতিক সম্পাদক আবু সালেহ এবং সমাজসেবা সম্পাদক আল তাহবির সিফাত।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। আগামী এক মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা ও সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম চলবে।