শনিবার বিকেলে বাংলাদেশে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের আয়োজনে এবং বাংলাদেশে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রæত গমের জাত উদ্ভাবন ও স¤প্রসারণ কর্মসূচির অর্থায়নে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রæত গমের জাত উদ্ভাবন ও স¤প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আবু জুবাইর হোসেন বাবলু। অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের মহাপরিচালক ড. সালাহ্উদ্দিন আহমেদ -এর সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রæত গমের জাত উদ্ভাবন ও স¤প্রসারণ কর্মসূচির পরিচালক ড. আব্দুল হাকিম। মঞ্চে উপস্থিত ছিলেন (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর), বিডাবিøউএমআরআই এর পরিচালক ড. মো. মাহফুজ রাজ্জাজ। সেমিনারে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের
বিভিন্ন কৃষি ও গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। কর্মশালা শুরুর পূর্বে অত্র প্রতিষ্ঠানে বীজ সংরক্ষণাগারে বৈজ্ঞানিক বিভিন্ন যন্ত্রপাতি এবং দিনাজপুরে তৈরি বিভিন্ন খাদ্যপন্য পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।