বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনাজপুরে র্যালী ও আলোচনার মধ্য দিয়ে পালন করা হয়েছে।
সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৫টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রয়াত মন্ত্রী খুরশিদ জাহান হকের জ্যেষ্ঠ পুত্র শাহরিয়ার আক্তার হক ডন।
সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্ত্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া, বিএনপির সিনিয়র সহ সভাপতি মোকারম হোসেন, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ প্রমূখ।
সমাবেশ শেষে দিনাজপুর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক বিশাল র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালী ও আলোচনা সভায় দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব সোলায়মান মোল্লা, আলহাজ্ব আবু বকর সিদ্দিক, মোঃ আখতারুজ্জমান জুয়েল, মোজাহারুর ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) বখতিয়ার আহমেদ কচি, যুগ্ম সম্পাদক ও দিনাজপুর পৌর সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হীরা, আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের আহবায়ক একেএম মাসুদুর রহমান মাসুদ, সদস্যসচিব রেজাউর রহমান রেজা রেজাউর রহমান রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, সদস্য সচিব সাইফুল আযম সোহেল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মােঃ রুবেল ইসলামসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, আইনজীবী ফোরাম, মহিলা দল, ওলামা দলসহ বিএনপি’র অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এদিকে সোমবার দুপুরের পর থেকে মিছিল নিয়ে দিনাজপুরের বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে বিএনপি নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দিনাজপুর বড়াঠস্থ কেন্দ্রীয় শহীদ মিনারর প্রাঙ্গণে এসে জমায়েত হয়। বিকেল ৫টার মধ্য দিনাজপুর কেন্দ্রীয় মিনার প্রাঙ্গণসহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠে।