বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে বুধবার বিকেলে দিনাজপুর পৌর বিএনপি’র আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে মিলিত হয়।
এ সময় দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপি’র সভাপতি জিয়াউর রহমান জিয়া-এর সভাপতিত্বে এবং পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ মহিউদ্দিন মন্ডল বকুল-এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি’র সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) বখতিয়ার আহমেদ কচি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মরহুম খুরশীদ জাহান হক-এর পুত্র শাহরিয়ার আক্তার হক ডন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিন সুলতান বিউটি প্রমুখ।
এছাড়াও বর্ণাঢ্য র্যালীতে জেলা বিএনপি, পৌর বিএনপি, মহিলা দল সহ ১২টি ওয়ার্ডের পৌর বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ওয়ার্ড পৌর বিএনপি’র কর্মী ও সদস্য অংশ নেন। অপরদিকে পৌর বিএনপি’র উদ্যোগে ১২টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পৌর শ্রমিক দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার দিনাজপুর পৌর শ্রমিক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র্যালীতে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাকিম, সহ-সভাপতি মোঃ সুলতান, সাধারন সম্পাদক মোঃ হামিদুর রহমান, দিনাজপুর পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ নুরুল ইসলাম, সদস্য সচিব মোঃ নুর আলম, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য ইকবাল হোসেন মিন্টু, শহীন পারভেজ, ২নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ শাকিল, ১১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি দেলোয়ার ইসলাম লাইজু, সাধারন সম্পাদক কামাল হেসেন, হোটেল শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মোঃ শাহজাহান আলী প্রমুখ।
এর আর আগে বিকেল ৪ টায় দিনাজপুর জিলা স্কুল সম্মুখ সড়কে পৌর শ্রমিক দলের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির জন্ম হয়েছেই দেশ ও দেশের মানুষের উন্নয়ন করা। বিএনপির সব সময় জনগনের কল্যানে বিশ্বাস করে। তারই ধারাবাহিকতায় আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের নেতৃত্বে এ দেশ উন্নয়নের শিখরে পৌছে যাবে।
কাহারোল
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার ( ৩ সেপ্টেম্বর’২৫) বিকাল সাড়ে ৫টার দিকে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে দলীয় কার্যালয় থেকে এক আনন্দ র্যালি বের হয়ে উপজেলা সদরে প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন , উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ মাইনুদ্দিন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান মতি, উপজেলা বিএনপি’র সদস্য মোঃ মেহেদী হাসান সুমনসহ বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৭ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে বোচাগঞ্জ উপজেলা বিএনপি ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করেছে।
৩ সেপ্টেম্বর বুধবার সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে কেন্দ্রিয় স্মৃতি সৌধ চত্বরে উপজেলার ৬টি ইউনিয়নের নেতা কর্মিগণ উপস্থিত হয়ে এক বিশাল র্যালী সেতাবগঞ্জ পৌর শহরের সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ-বিরল দিনাজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এসম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মো. জামাল উদ্দিন ও মো. হারিসুল ইসলাম, নাফানগর ইউপি চেয়ারম্যান মো. শাহনেয়াজ পারভেজ শাহান, উপজেলা যুবদলের আহবায়ক মো. সুমন চৌধুরী, ছাত্রদলের সভাপতি মো. রিয়াদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এরপর উপজেলা বিএনপি কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচিতে নেতাকর্মি অংশ গ্রহন করেন। উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. তোফাজ্জ হোসেন তোফা, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এদিকে বিকাল ৩টায় সেতাবগঞ্জ পৌর বিএনপি সওদাগড়পট্রি দলীয় কার্যালয়ে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। পৌর বিএনপির সভাপতি নওশাদ আলীর সভাপতিত্বেতে আালোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালী সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।