জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো আর.জে লাইফ বেকারী, ঘাসিপাড়া রোড, মর্ডাণ মোড়, দিনাজপুরের।
৭ সেপ্টেম্বর রোববার বিকালে আনুষ্ঠানিকভাবে দিনাজপুর জেলায় প্রথমবার যাত্রা শুরু করলো লাইভ বেকারী।
ঢাকার সুদক্ষ কারিগর দ্বারা হাতের স্পর্শ ছাড়াই খামিরে দিয়ে তৈরী হচ্ছে উন্নত মানের কেক, বিস্কুট, পাউরুটি, ড্রাই কেক, বার্গার, সেন্টউইজ, পিজ্জা, শর্মা, হটডগ, পেটিস, রোলসহ আরও অনেক অনেক সুস্বাদু খাবার। শুধু তাই নয় আপনার পছন্দমত যেকোনো বেকারী আইটেম মুহূর্তেই তৈরি করে দেয়া হয়। যে কারণেই নাম রাখা হয়েছে লাইভ বেকার। আর.জে লাইফ বেকারী, মর্ডাণ মোড়, ঘাসিপাড়া রোড, দিনাজপুর।