দিনাজপুরে সমৃদ্ধি ফাউন্ডেশনের আয়োজনে
বেটার হোপ প্রজেক্টের আওতায় শিক্ষার্থীদের সাথে
মতবিনিময় ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা
শনিবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবে দিনাজপুরে সমৃদ্ধি ফাউন্ডেশনের আয়োজনে বেটার হোপ প্রজেক্টের আওতায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আব্দুল মোমেন, সমৃদ্ধি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ সাজিউল ইসলাম (সাজু), সমৃদ্ধি ফাউন্ডেশনের সিনিয়র সদস্য একরামুল হক আবির, সমৃদ্ধি ফাউন্ডেশনের সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ ইসতিয়াক হোসেন।
উল্লেখ্য যে, দিনাজপুরে সমৃদ্ধি ফাউন্ডেশনের আয়োজনে বেটার হোপ প্রজেক্টের আওতায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন সংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ভাবে উক্ত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কৃত করা হয়। এ সকল অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমৃদ্ধি ফাউন্ডেশন এর সদস্য ইমরান হোসেন ও জান্নাতুল ফেরদৌস মনি।
কেন্দ্রীয় কর্মসূচির অং হিসেবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবিতে ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার বিকেল ৪ টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গন হতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর ও সদর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত।২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার সুন্দর ও মনোরম পরিবেশে দিনব্যাপী বিভিন্ন শিপ্ট আকারে দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল -এর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটি ৩ টি পর্বে অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্ব সকাল ১০ টায় অত্র প্রতিষ্ঠানের প্রাইমারি শাখা , ২ য় পর্ব সকাল সাড়ে ১১ টায় মাধ্যমিক শাখা এবং ৩ য় পর্ব বিকেল সাড়ে ৩ টায় আবাসিক ও ডে-কেয়ার এর জন্য অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও প্রাইমারি শাখায় প্রায় ৪ শত অধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠিত এই শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৩৫ টি পদের বিপরীতে দেশের বিভিন্ন স্থান হতে পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন চিরিরবন্দরের মেহের হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান ও শহীদ জমির উদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক মোঃ মাহমুদ হোসেন, পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোঃ হারুনুর অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহনেয়াজ তালুকদার, কোষাধক্ষ্য মোঃ আজগার আলী রিপন সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন মোঃ শামিম, আফরোজা আক্তার, মোছাঃ পুতুল, মোছাঃ রিতু আক্তার প্রমূখ ।