দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে
সদরের ৬টি ইউনিয়নকে বাল্য বিবাহ ও
শিশু শ্রম নিরসনে আদর্শ ইউনিয়ন ঘোষনা
দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, বাল্য বিবাহ ও শিশু শ্রম একটি সামাজিক ব্যধি। সবাই মিলেন এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এব্যাপারে এলাকার জনগণের মাঝে বাল্য বিবাহ ও শিশু শ্রম বন্ধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে। বাল্য বিবাহ ও শিশু শ্রম নিরসনে আদর্শ ইউনিয়ন গঠনে ওয়ার্ল্ড ভিশনের শিশু ও যুব ফোরামের সদস্যদের আরও ক্ষমতা বাড়াতে হবে।
২ সেপ্টেম্বর মঙ্গলবার শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ প্রশাসনের যৌথ আয়োজনে এবং দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় বাল্য বিবাহ ও শিশু শ্রম নিরসনে আদর্শ ইউনিয়ন ঘোষনা-২০২৫-এ তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন সুলতানা এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আনোয়ার হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার, কাজী সমিতির সভাপতি কাজী মোঃ আব্দুস সাত্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ শাকেরিনা বেগম, দিনাজপুর ধর্ম প্রদেশ ভিক্টর জেনারেল ফাদার কেরুবিম বাক্লা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাজিলপুর ইউনিয়নের পক্ষে মোঃ সিরাজুল ইসলাম, উথরাইল ইউনিয়নের পক্ষে আলহাজ্ব রুহুল আমিন, আউলিয়াপুর ইউনিয়নের পক্ষে মোঃ গুলজার হোসেন, শেখপুরা ইউনিয়নের পক্ষে মোঃ নুর আলম। বাল্য বিবাহ ও শিশু শ্রম নিরসনে ঘোষনাপত্র পাঠ করেন শিশু প্রতিনিধি মোঃ আল মমিন ও নুসরাত জাহান মিতু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার জন পল স্কু ও ইস্টেলা সরেন। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম সহ অতিথিবৃন্দ অনুষ্ঠানিকভাবে আউলিয়াপুর ইউনিয়ন, শেখপুরা ইউনিয়ন ও আস্করপুর ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন এবং ফাজিলপুর ইউনিয়ন, সুন্দরবন ইউনিয়ন ও উথরাইল ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষনা করেন। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ‘আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে’-বিশ্ব প্রচারাভিযানটি তার মধ্যে অন্যতম। এ লক্ষে টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা-২০৩০ অনুযায়ী শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা, নির্যাতন, অত্যাচার শোষন ও বাল্য বিবাহের সাথে যৌথভাবে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো কাজ করবে। ৬টি ইউনিয়নে নয় আমরা ১০টি ইউনিয়নে বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছে।