রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা পালন উপলক্ষে প্রস্তুতিম‚লক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা রকিবুল হাসান (অঃদাঃ) বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা কোন রকম আপতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্ণ ভাবে পালন করা হবে। প্রত্যেকটি মন্ডব সিসি ক্যামরার আওতায় আনা হবে এবং আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি আপনাদেরকেও খেয়াল রাখতে হবে। দূর্গাপুর্জায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনী,পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্বে থাকবে।
সভায় আরো বক্তব্য রাখেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন ফায়েস,সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফিরোজ,ওসি আরশেদুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা পাপিয়া,উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে নায়েবে আমির মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান, সম্পাদক মহসিন আলী, জামায়াত সেকেটারী রজব আলী, ছাত্র নেতা তারেক মাহমুদ, উপজেলার প‚জা কমিটির সভাপতি সম্পাদক স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,উপজেলায় এবার ৫৫ টি মন্ডবে দুর্গাপ‚জা অনুষ্ঠিত হবে।