রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে এমপি প্রার্থী হিসাবে মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য ব্যারিষ্টার রুকুনুজ্জামান। প্রতিদিনের ন্যায় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার মান ও এলাকার উন্নয়ন বিষয়ে কথা বলছেন শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কর্মচারীদের সাথে।
বুধবার ১০ সেপ্টেম্বর গাজীরহাট ডিগ্রি কলেজে টিচার্স হলরুমে এক মতবিনিময় সভায় ব্যারিষ্টার রুকুনুজ্জামান বলেন, আমি এলাকার উন্নয়নে অবদান রাখতে চাই, আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি আমাকে প্রার্থী হিসাবে নির্বাচিত করেন তাহলে পীরগঞ্জ-রাণীশংকৈল উপজেলাকে সুন্দর সমৃদ্ধ আধুনিক উপজেলা হিসাবে তৈরি করতে অবদান রাখবো। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো সম্ভব হবে। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোকসেদুর রহমান,অধ্যাপক বেলাল উদ্দীন, প্রভাষক কবির,আব্দুল বাতেন স্বপন। এমনিভাবে একইদিনে কথাবলেন,বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়,ভন্ডগ্রাম উচ্চ বিদ্যালয়,গাজীরহাট মোজাহার আলী উচ্চ বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফেরদৌশ আলম মানিক,রুহুল আমিন, শামসুল হক,সহকারি শিক্ষক আনিসুর রহমান,রফিকুল ইসলাম,বলিন্দ নার্থ রায়,মাহাবুবুল আলম,মোকলেসুর রহমান,ফারজানা আক্তার নাহিদসহ অনেকেই।