নৃত্য নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে মোহন পাটোয়ারী
বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আকবর আলী ঝুনু
চিরদিন বেঁচে থাকবেন নাট্য জগতে
দিনাজপুরের নৃত্যকলার প্রতিষ্ঠিত সংগঠন নৃত্য বিতানের আয়োজনে এবারে প্রথম ৩দিনব্যাপী নৃত্য নাট্যৎসব অনুষ্ঠিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে।
নৃত্য নাট্য উৎসবের আহবায়ক রফিকুল ইসলাম পাভেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটোয়ারী বিজনেস হাউজ প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সহিদুর রহমান পাটোয়ারী মোহন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্যানেল মেয়র একেএম মাসুদুল হক, নাট্য ব্যক্তিত্ব হারুন-উর-রশিদ রাজা, বিশিষ্ট চিত্র শিল্পী রাজিউদ্দিন চৌধুরী ডাবলু, বিরল এপি, ওয়ার্ড ভিশন এর এরিয়া ম্যানেজার নীতা ফ্লোরা দাস, বিশিষ্ট নৃত্য সংগঠক রওনক আরা হক নীপা ও বিশিষ্ট্য নাট্য ব্যক্তিত্ব আকবর আলী ঝুনুর বড় কন্যা জেলা ভেটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা। নৃত্য নাট্য উৎসবের উদ্বোধক শান্তা-মরিয়ম বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের প্রভাষক শেখ আবেদুর রহমান কচি। স্বাগত বক্তব্য রাখেন নৃত্য বিতানের পরিচালক পল্লব সরকার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট আবৃত্তিকার শাপলা। বক্তারা বলেন, নাট্যকার, অভিনেতা, নাট্য নির্দেশক ও সংগঠক আকবর আলী ঝুনুকে নৃত্য বিতান এই উৎসবে সম্মাননা প্রদান করে প্রমাণ করেছে প্রকৃত শিল্পীদের মূল্যায়ন করতেই হবে। আকবর আলী ঝুনু তাঁর মেধা, গুন ও কৃতিত্ব দিয়ে দিনাজপুরকে আলোকিত করেছেন। তিনি ছিলেন সংগঠক, খেলোয়াড় ও নাট্য ব্যক্তিত্ব। তাঁর স্ত্রী ছায়া আকবর একজন নাট্য শিল্পী এবং অবসরপ্রাপ্ত এবং শিক্ষিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাতে তিনি জয়ীতা ও শিল্পকলা একাডেমি পদকপ্রাপ্ত হন। আকবর আলী ঝুনুর হাতে গড়া বৈকালী নাট্যগোষ্ঠী, আর্য পাঠাগার, উত্তরণী ক্লাব, সমাজ উন্নয়ন ক্লাব আজ স্মৃতির আবর্তে তিনি প্রেরণার উৎস্য হয়ে বেঁচে আছেন এবং থাকবেন। নৃত্য নাট্য উৎসবে তাকে দেয়া সম্মাননা ক্রেস্ট ও উত্তরিয় গ্রহণ করেন তার বড় কন্যা ডাঃ আশিকা আকবর তৃষা। ৩ দিনব্যাপী নৃত্য উৎসবে বগুড়া, নীলফামারী ও দিনাজপুরের নৃত্য সংগঠন অংশগ্রহণ করে।