Friday , 5 September 2025 | [bangla_date]

পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরী সেনাবাহিনীর অভিযানে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরী, খাবারে নোংরা তেলের ব্যবহার করাসহ অভিযোগে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি ও পঞ্চগড় পৌরসভা এলাকার জালাসী এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোহন মিনজি। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি করা থেকে বিরত থাকতে পরামর্শ দেয়া হয় প্রতিষ্ঠান দুইটির কর্তৃপক্ষকে। অভিযানে জরিমানার অর্থ নগদ প্রদান করে চানাচুর কারখানা দুটির কর্তৃপক্ষ।
সেনাবাহিনীর অভিযান সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি এলাকায় দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি করে আসছিলেন বাবু চানাচুর নামে একটি প্রতিষ্ঠান। চানাচুর তৈরিতে তারা পোকামাকড় যুক্ত বাদাম, মানহীন মরিচের গুড়াসহ নানা নোংরা উপকরণ ব্যবহার করছিল। পরে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক শরিফ উদ্দিনকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় চানাচুর কারখানাটির ১২০ কেজি চানাচুর জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
পরে পঞ্চগড় পৌরসভার জালাসী এলাকায় একই অভিযোগে সারোয়ার চানাচুর কারখানার মালিক নজরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চানাচুর কারখানাটি থেকে ৫০ কেজি চানাচুর জব্দ করা হয়। পরে তা ধ্বংস করে ফেলা হয়। অভিযানে পঞ্চগড় সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ, সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, সেনা ক্যাম্পের সদস্যরা সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোহন মিনজি বলেন, চানাচুর কারখানা দুইটিতে স্বাস্থ্যকর পরিবেশে তারা চানাচুর তৈরি করছিল। তাদের তেলের মান ছিল খুবই নোংরা। চারদিকে স্যাঁতসেতে পরিবেশ ছিল। যেখানে সেখানে চানাচুর ছড়িয়ে ছিটিয়েছিল। আমরা অভিযান পরিচালনা করে জরিমানা করেছি। একই সাথে তাদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এধরনের কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় সিরাজুল ইসলামকে অটোরিক্সা প্রদান

স্বর্গীয় স্বপ্না দাস শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের চূড়ান্ত খেলায় এমপি গোপাল শারিরিক ও মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলা বিকল্প নেই

বোদায় ফল বিক্রি করে নব কুমার দারিদ্রতা জয় করতে চায়

১১শ হতদরিদ্র মানুষের মাঝে ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ

২ সপ্তাহ ধরে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা

রাণীশংকৈলের আলু রপ্তানি হচ্ছে বিদেশে

তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের কাজ বিজিবির বাধায় স্থগিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপির হামলায় আহত আ.লীগ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে — রমেশ চন্দ্র সেন এমপি

ভর্তির পরও সংকটে রাবি শিক্ষার্থী বীরগঞ্জের তুষার