পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিদের হাতে সহায়ক উপকরণ তুলে দেয়া হয়। প্রথম বারের মত গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এবার দরিদ্র মানুষের আবেদন গ্রহণ ও যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে ৫টি ট্রাই সাইকেল, ২১টি হুইল চেয়ার, ৩টি ওয়াকার, ২ জোড়া অক্সিলারি ক্রাচ এবং একটি এলবো ক্রাচ তুলে দেয়া হয়। জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এই প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ করা হয়। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মুল স্রোতধারায় নিয়ে আসতে সরকারি উদ্যোগে এভাবে সহায়ক উপকরণ বিতরণসহ নানা উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামান, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, এনসিপি পঞ্চগড় সদর উপজেলার প্রধান সমন্বয়কারী নয়ন তানবীরুল বারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সানসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। #