পঞ্চগড় প্রতিনিধি\বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেছেন, আমাদের জাতির জন্য দূর্ভাগ্য যে শিক্ষক সমাজকে তাদের দাবি দাওয়ার জন্য আন্দোলন করতে হয়। শিক্ষক সমাজকে রাস্তায় নেমে বলতে হয় আমাদের এই সুবিধা দরকার। এটা অত্যন্ত দুঃখজনক, এটা লজ্জাজনক। আমরা বিশ্বাষ করি, বিএনপি বিশ্বাষ করে একটা সঠিক শিক্ষা ব্যবস্থায় এবং সঠিক শিক্ষা ব্যবস্থা তৈরী করতে গেলে আমাদের শিক্ষক সমাজকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। এই বিশ্বাষ বিএনপির আছে, বিএনপির নেতাদের আছে। কাজে আমি আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ বিএনপি যখন সরকার গঠন করবে তখন এই সমস্যাগুলোর অবশ্যই সঠিক সমাধান হবে। তিনি গত শনিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত আসনভিত্তিক মতবিনিময় উপলক্ষে পঞ্চগড়-০১ আসনে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাজনীতিকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। এটা বিএনপির রাজনীতি না, এটা বিএনপির শহীদ জিয়ার রাজনীতি না। এই ধরণের মানুষদেরকে আপনারা ঢুকতে দিবেন না। আমাদের দলের সুনাম অক্ষুন্ন রাখার জন্য যতটুকু যা করার সম্ভব আপনারা তা করবেন। যদি ব্যবসা করতে চান তবে রাজনীতি ছেড়ে দিন। নওশাদ বলেন, এখনও দলীয় কোন মামলা থাকার কথা নয়। যদি কারও নামে এখনও মিথ্যা মামলা থেকে থাকে, সেগুলো আমাদের জানাবেন, আমরা বিষয়টি খতিয়ে দেখবো।
নওশাদ বলেন, আমরা ক্ষমতায় গেলে ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। এর মধ্যে সব দিকের দিকনির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে। আপনারা নতুন ভোটারদের কাছে যাবেন, তাদের সঠিকভাবে প্রভাবিত করবেন। কারণ অতীতে তারা অন্যভাবে প্রভাবিত হয়েছে।
জিয়া পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে শিক্ষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এডভোকেট রিনা পারভীন, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক এম এ মজিদ ও এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এ হাসান প্রধান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সফিউজ্জামান পাটোয়ারী ও পৌর বিএনপির আহŸায়ক কমিটির সদস্য সামসুজ্জামান বিপ্লব। সমাবেশে স্বাগত বক্তব্য দেন জিয়া পরিষদ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মো. কায়েদ-ই-আজম। অন্যান্যের মাঝে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান বাবু, জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম টুটুল, সাংগঠনিক সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট জাকির হোসেন, সহ-সভাপতি সালাউদ্দিন প্রধান, সদর উপজেলা জিয়া পরিষদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমূখ। শিক্ষক সমাবেশে পঞ্চগড়-০১ আসনের সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দগণ অংশগ্রহণ করেন।