পঞ্চগড় প্রতিনিধি\বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র পঞ্চগড় জেলা কমিটির দ্বাদশ সম্মেলনে মো. আশরাফুল ইসলামকে সভাপতি ও আফতাব হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী চার বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স। এ সময় সিপিবির কেন্দ্রীয় সদস্য আসলাম খান, সিপিবি পঞ্চগড়’র বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।