পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নবগঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটির পরিচিত ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সমিতির সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পীরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে পরিচিত ও সাধারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সহ সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম আহবায়ক ও কোষা ভবানীপুর সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশীদ প্রমূখ।