পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি \ শনিবার পীরগঞ্জ সরকারি কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে সহযোগী অধ্যাপক এএসএম রেজানুল্লাহ সরকারের সভাপতিত্বে ও প্রভাষক আকিব আশ শাহিদ সিদ্দিকি’র সঞ্চলনায় আলোচনা সভায় নবীজির জীবন ও আদর্শ সম্পর্কে আলোচনা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুল হুদা, শিক্ষক পরিষদের সম্পাদক একরামুল হক, প্রভাষক ইমরুল হক ও মাহামুদুল হাসান, মেহের এলাহী, শিক্ষার্থী হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও হাম্দ-নাত ও নবীজির জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।