Monday , 15 September 2025 | [bangla_date]

প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে ঘোড়াঘাটে সফলভাবে অর্থোপেডিক অপারেশন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর জেলায় এই প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে সফলভাবে অর্থোপেডিক অপারেশন সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল ১০টায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অপারেশনটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন মেহেদী।
অপারেশনে তার সহযোগী হিসেবে ছিলেন অ্যানেস্থেসিওলজিস্ট ডা. আদনান আরাফাত এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকাবৃন্দ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হওয়ার পর এই প্রথম অর্থোপেডিক বিভাগের “ক্লোজড ইনট্রা-মেডুলারি নেলিং ইন টিবিয়া” অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।
মূলত, এ ধরনের অপারেশন বড় ধরনের কোনো কাটা-ছেঁড়া ও রক্তপাত ছাড়াই উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে সম্পন্ন করা হয়।
রোগীর বড় ছেলে ওসমানপুরের বাসিন্দা আজাহার আলী জানান, “প্রায় সাড়ে তিন মাস আগে এক সড়ক দুর্ঘটনায় আমার বাবার পা ভেঙে যায়। প্রাথমিক চিকিৎসার জন্য আমরা ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। পরে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়। সর্বশেষ আবার ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এসে এই অপারেশন সম্পন্ন হয়। এতে ভোগান্তি ছাড়াই স্বল্প খরচে চিকিৎসা নিতে পেরে আমরা খুবই আনন্দিত। উপজেলা পর্যায়ে এ ধরনের অপারেশন হলে অনেক মানুষ উপকৃত হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন মেহেদী বলেন,”উপজেলা পর্যায়ে অর্থোপেডিক সার্জারিকে অনেক সময় জটিল ও ব্যয়বহুল বলে মনে করা হয়। কিন্তু আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবলের সমন্বয়ে আমরা প্রমাণ করেছি, উপজেলা পর্যায়েও জটিল অপারেশন সম্ভব।”
তিনি আরও বলেন, “বর্তমানে ডাক্তার ও অ্যানেস্থেসিওলজিস্টের ঘাটতির কারণে সব সময় এ ধরনের অপারেশন সম্ভব হয় না। তবে শিগগিরই জনবল সংকট কাটিয়ে উঠার সম্ভাবনা রয়েছে। তখন নিয়মিতভাবেই এই ধরনের অপারেশন করা সম্ভব হবে। এই সাফল্যের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবিষ্যতে আরও উন্নত ও জটিল চিকিৎসা সেবা চালুর আশা করছি।”
এদিকে, উপজেলা পর্যায়ে এ ধরনের অপারেশন সম্পন্ন হওয়ায় স্থানীয়দের চিকিৎসা ব্যয় এবং সময় উভয়ই সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়ভাবে এমন একটি গুরুত্বপূর্ণ সার্জারি সফলভাবে সম্পন্ন হওয়ায় রোগী ও তার পরিবার যেমন সন্তুষ্ট, তেমনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মীরা এটিকে “ঘোড়াঘাটবাসীর জন্য একটি নতুন দিগন্তের সূচনা” হিসেবে দেখছেন।
এর আগে অর্থোপেডিক অপারেশনের জন্য সাধারণত জেলার সদর হাসপাতাল কিংবা বিভাগীয় শহরের হাসপাতালের উপর নির্ভর করতে হতো। ঘোড়াঘাটে এই অপারেশন সম্পন্ন হওয়ায় আশপাশের এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।
উল্লেখ্য,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন মেহেদী ঘোড়াঘাটসহ নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি অপারেশন ও নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ছাত্র সমাজের বর্ধিত সভা

বীরগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

শিখার সুস্থতা কামনায় হরিপুর স্বেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

বোচাগঞ্জে বাজুস এর কমিটি গঠন জয় সভাপতি টুকু সম্পাদক

হিলি চেকপোস্টে ২৪ টি স্বর্ণের বারসহ ৫ পাসপোর্ট যাত্রী আটক

ঠাকুরগাঁওয়ের চাল কুমড়া দেশের বিভিন্ন জেলায় রপ্তানী হচ্ছে

পেঁপে চাষে সফলতা পেয়েছেন সাকিনুর ইসলাম

খানসামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া বিএনপি নেতার মৃত্যু \ আহত অর্ধ শতাধিক