অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান বলেছেন, সারাদেশে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলো সেবা দিয়ে যাচ্ছে। দরিদ্র, অসহায়, মা শিশু যারা নুণ্যতম স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, সেসব মানুষগুলো তাদের বাড়ীর পাশে সম্পূর্ন বিনামুল্যে মান সম্মত প্রাথমিক চিকিৎসা সেবা ও পরামর্শ পাচ্ছে।
শুক্রবার দিনাজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদার বিষয়ক সেমিনারে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবা ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান একথা বলেন।
তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোর কিছু সমস্যা রয়েছে। অবকাঠামো জরাজীর্ণ বাউন্ডারি ওয়াল না থাকায় কার্যক্রম চালাতে অসুবিধা হয়। যথাসম্ভব খুব দ্রæত এসব ক্লিনিকগুলোর সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে জেলা সিভিল সার্জনসহ ১৩ উপজেলার নির্বাহী কর্মকতা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকবৃন্দ, কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডারসহ, গণমাধ্যকর্মীরা অংশ নেন।
কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহায়তা ট্রাষ্টের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দিনাজপুরের ৩৩৯টি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম আরো গতিশীল করতে সকলকে এগিয়ে আসার আহŸান জানানো হয়।