দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রোববার দিনাজপুর শহর শাখার উদ্যোগে দিনাজপুর রেল স্টেশন এলাকায় সুবিধাবঞ্চিত শিশু বন্ধুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন শাখার সভাপতি ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইয়াজদানী।
শাখা সহকারী পরিচালক আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের কর্মী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর শাখার পরিচালক কামরুজ্জামান সুমন।
অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতা করেন শাখার অফিস সম্পাদক মুসাব্বির হোসেন, শহর শাখার পত্রিকার সম্পাদক রাকিবুল ইসলাম রনি, সাংস্কৃতিক সম্পাদক আবু সালেহ এবং অর্থ সম্পাদক সাগর ইসলাম মারুফ।
প্রধান অতিথির বক্তব্যে পরিচালক কামরুজ্জামান সুমন বলেন,“ফুলকুঁড়ি আসর সবসময় শিশুদের কল্যাণে কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণের এই কর্মসূচিতে উপস্থিত সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দেয় এবং প্রতিষ্ঠাবার্ষিকীকে করে তোলে স্মরণীয়।