Sunday , 7 September 2025 | [bangla_date]

ফুলবাড়ীতে অভিনব কায়দায় চুরি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ীতে অভিনব কায়দায় দুইটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে দেড় ভরি স্বর্ণ, মোটরসাইকেলসহ জমির দলিল চুরির খবর পাওয়া গেছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত শনিবার দিবাগত গভীর রাতে খয়েরবাড়ী ইউনিয়নের জমিদারপাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের জমিদারপাড়া গ্রামের মৃত মদন গোপাল সরকারের ছেলে শান্ত গোপাল সরকার প্রতিদিনের মত শনিবার দিবাগত গভীর রাতে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে তার স্ত্রী ঘুম থেকে উঠে বাড়িঘর এলোমেলো দেখতে পান। এসময় বাড়ীর মুল গেটের তালা ভাঙা দেখেন। এসময় ঘরে থাকা দেড় ভরি স্বর্ণ ও টিভিএস ১২৫সিসি মোটর সাইকেল হারানোর বিষয়ে নিশ্চিত হন। একই সাথে পার্শ্ববর্তী মোকছেদুল ইসলামের বাড়ির গেটের তালা কেটে ঘরে প্রবেশ করে তার ঘরের জিনিসপত্র তছনছ করে রেখে গেছে। মোকছেদুল ইসলামের পরিবার আত্মীয়ের বাড়িতে থাকায় তাদের গহনা বাসায় ছিলনা। তবে চোরেরা তার জমির দলিল নিয়ে গেছে বলে জানান তারা।
ভুক্তভোগী শান্ত গোপাল সরকার জানান,অভিনব কায়দায় আমাদের খাবারে হয়তো চেতনা নাশক জাতীয় কিছু মেশানো হয়েছিলো। আমরা সবাই ঘুমে বিভোর ছিলাম। আমার স্ত্রী সকালে একবার জেগে উঠলেও পরে আবারও ঘুমিয়ে পড়ে। দুপুর পর্যন্ত ঘুমে বিভোর হয়ে আছে।আগের দিন শনিবার দুপুরে গ্রামের দূর্গা পুঁজার প্রতিমার কারিগরদের খাবারের আয়োজন ছিলো আমার বাড়িতে। দুপুরে খাবারের পর থেকে কারিগররা ঘুমে বিভোর হয়ে পড়েন। আর কোন কাজই করতে পারেনি তারা। একইভাবে পাশের বাড়ির এক ভাতিজিও বাড়ির খাবার খেয়ে ঘুমে বিভোর হয়ে আছে। চোরেরা আমার মেয়ের ও মন্দিরের ঠাকুরের মোট দেড় ভরি স্বর্ণ ও আমার ব্যবহৃত ১২৫ সিসি টিভিএস মোটর সাইকেল নিয়ে গেছে। এ ব্যাপারে রোববার থানায় অভিযোগ দিয়েছি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, চুরির অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, ওই চোরেরা মূলত বহিরাগত। ইতোপূর্বে এধরনের যত চোর ধরা হয়েছে তারা সবাই বহিরাগত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘন কুয়াশায় চিরিরবন্দরে দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

দিনাজপুরে বিক্ষোভ মিছিলসহ ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘষর্, হুইপের বাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ীতে অগ্নিসংযোগ, আহত-৫০

দিনাজপুরে গাঁজাসহ নারী মাদককারবারি আটক

হাবিপ্রবি’র জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

হাবিপ্রবি’র প্রধান ফটকে যাত্রী ছাউনিতে ভূমি সূতার উদ্দ্যোগে ভাষা সৈনিক কমরেড আসলেহ্ উদ্দীন আহমেদ স্মৃতি পাঠাগারের দ্বিতীয় শাখা উদ্বোধন

পঞ্চগড়ে জাগপার ইফতার মাহফিল

অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

বীরগঞ্জে ইএসডিও থ্রাইভ প্রকল্পের উজ্জীবক সভা

আটোয়ারীতে মায়ের সাথে অভিমান করে ৫ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ভুয়া চিকিৎসক গ্রেফতার : হাসপাতাল সিলগালা