Tuesday , 23 September 2025 | [bangla_date]

ফুলবাড়ীতে ডিভোর্সী স্ত্রীকে ছুরিকাঘাত, জনতার হাতে আটক স্বামী

ফুলবাড়ী (দিনাজপুর)\দিনাজপুরের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে দেড় মাস আগে ডিভোর্স হওয়া স্ত্রীকে ছুরিকাঘাত করেছেন স্বামী। এসময় স্থানীয়রা স্বামীকে আটক করে ও আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে আটক স্বামীকে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
রোববার দুপুর ১টার দিকে ফুলবাড়ী রেলস্টেশন সংলগ্ন স্বজন পুকুর (বুন্দিপাড়া) এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া (গোখোলা) গ্রামের মৃত শাহ আলীর ছেলে কামাল মিয়া (৩৫) এর সাথে রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট এলাকার সেলিম মিয়ার মেয়ে সালেহা বেগমের (৩০) বিয়ে হয়। তাদের সংসারে ১৩ বছরের একটি মেয়ে এবং ৮ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তবে দীর্ঘদিন থেকে তাদের কলহ লেগে থাকায় সালেহা বেগম বাবার বাড়িতেই থাকতেন। এসময় তাদের মেয়েটি মায়ের সাথে এবং ছেলেটি বাবার সাথে থাকত। গত দেড় মাস আগে সালেহা বেগম তার স্বামী কামালকে ডিভোর্স দেন। কথা বার্তার মাধ্যমে কামাল তার ছেলে সন্তানকে স্ত্রীর কাছে ফেরত দিতে চান। কথা মত ছেলেকে ফুলবাড়ী স্টেশনে নিয়ে আসেন স্বামী কামাল শাহ। সেখানে ছেলেকে নিতে যান সালেহা বেগম। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে দেন স্বামী। এসময় স্ত্রীর চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেই সাথে স্বামীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে তাকে আটক করে।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, স্ত্রীকে ছুরিকাঘাত করায় এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এখন সে থানা হেফজতে রয়েছে। যেহেতু তার স্ত্রী এখন চিকিৎসাধীন। স্ত্রী বা তার পরিবারের অভিযোগ বা মামলার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত